,

ছদ্মেবেশ মাদ্রিদের রাস্তায় ক্রিশ্চিয়ানো রোনালদো ॥

সময় ডেস্ক: মাদ্রিদের ব্যস্ততম একটি রাস্তা। ধূসর রঙের জ্যাকেট, ট্রাউজার্স এবং পায়ে স্নিকার্স পরিহিত একজন অতি সাধারণ মানুষ। চট করে দেখলে কোনো ভবঘুরে ছাড়া আর কিছুই মনে হবে না। হঠাৎ পায়ে একটা বল। আর শুরু হয়ে গেল জাগলিং। সেই কীর্তিকলাপ দেখে পথচলা মানুষ তো একেবারে হতবাক। আর হবেন নাই বা কেন। ব্যক্তির নাম যে ক্রিশ্চিয়ানো রোনালদো। বিশ্বের একনম্বর ফুটবলার যে ছদ্মবেশে নকল দাড়ি-গোঁফ লাগিয়ে রাস্তায় ঘুরবেন তা ভাবতেই পারেননি মাদ্রিদের মানুষ। বিখ্যাত স্প্যানিশ গায়ক হুয়ান পেনারের মোবাইল ফোনে তোলা পুরো ঘটনাটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ঝড় বয়ে যায়। টুইটার থেকে ফেসবুক সমর্থকদের অবিশ্বাস্য প্রতিক্রিয়ায় ভরে যায়। সবার তখন একটাই বক্তব্য, ভক্তদের জন্য মেসি যা কোনো দিন করার কথা ভাবতেও পারেন না, সেটাই করে দেখালেন রোনালদো। খুদে এক সমর্থক যেন বিশ্বাস করতে পারছিল না নিজের চোখকে। রোনালদো যখন জড়িয়ে ধরেন তার খুদে ভক্তকে, বিস্ময় মাখানো উচ্ছ্বাসে তার মুখে শুধু ছিল হাসি। রোনালদোকে চিনতে পেরেই তার ফ্যানরা ঝাঁপিয়ে পড়েন অটোগ্রাফ নেয়ার জন্য। সিআরসেভেন-এর সাথে সেলফি তোলার সুযোগও কেউ ছাড়েননি।


     এই বিভাগের আরো খবর