,

শিক্ষার্থীরা আগামী দিনের দেশ ও জাতির কর্ণধার ॥ তাজিনা সারোয়ার

স্টাফ রিপোর্টার ॥  নবীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার জনাব তাজিনা সারোয়ার গতকাল ৬ ডিসেম্বর  বুধবার সকাল ১০ ঘটিকায় প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে উপজেলা পরিষদ শিশু ও সাংস্কৃতিক একাডেমি শিক্ষা প্রতিষ্ঠানটির আধুনিক ডিজিটাল ভবনটি শুভ উদ্ভোধন ঘোষনা করেন। অত্র একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব কাঞ্চন বনিকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন লোকমান খাঁন, নির্মলেন্দু দাশ রানা, আমিনুর রহমান চৌধুরী সুমন,প্রভাত ভূষন দাশ, লিটন দেবনাথ,প্রদিপ দাশ, শিক্ষক-শিক্ষিকা বৃন্দ,অভিভাবিকবৃন্দ ও ছাত্র ছাত্রী বৃন্দ প্রমূখ। জানাযায় , নবীগঞ্জ উপজেলার  নির্বাহী অফিসার তাজিনা সারোয়ার বিগত ২০১৬ ইংরেজীতে নবীগঞ্জ উপজেলায় যোগদান করার পর উপজেলা পরিষদ এর প্রান কেন্দ্রে অবস্থিত উপজেলা পরিষদ শিশু শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমি শিক্ষা প্রতিষ্ঠানটি দেখে বিষ্মিত হয়েছিলেন। তখন থেকেই মনে মনে স্বপ্ন একেছিলেন এই শিক্ষা প্রতিষ্ঠানকে একটি আধুনিক ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তার করার এবং ছোট কচিকাচা সোনামনিদের আন্তরিক পাঠদান উপযোগী শ্রীনীক উপহার দেওয়ার লক্ষ্যে আগের পরিত্যক্ত ভবনের পরিবর্তে নতুন ভাবে সজ্জিত করন ও পাক-প্রাথমিক ভবন নির্মান কাজে হাত দেন। যার ফলশ্র“তিতে গত ১৮ জুলাই ২০১৭ ইংরেজী তারিখে এই ভবনের শুভ সূচনা করেন। এর পরেও আরও কিছু স্বপ্ন রয়েছিল যা ছিল গতকালের এই শুভন। প্রধান অতিথির বক্তব্যে তাজিনা সারোয়ার এই শিক্ষা প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা  করে বলেন আজকের শিক্ষার্থীরা আগামী দিনের দেশ ও জাতির কর্ণধার। তোমাদেরকে ভালোভাবে লেখাপড়া শিখে ভবিষ্যতে এ দেশের কর্ণধার হতে হবে। দেশ এগিয়ে যাচ্ছে, এই এগিয়ে যাওয়া দেশকে উন্নতির শিখরে নিয়ে যাবে তোমরা। দেশের বর্তমান পরিবেশ ও পরিস্থিতিতে তোমাদের পিতা-মাতা যেভাবে শ্রম দিয়েছেন এর জন্য ভালো ফলাফল করে তাদেরকে গর্বিত করবে তোমরা। তাছাড়া পড়ালেখার পাশাপাশি তোমাদেরকে দেশপ্রেমী হতে হবে এবং দেশকে ভালোবাসতে হবে। পরিবার, সমাজ ও দেশের উপকারের জন্য তোমাদেরকে পড়ালেখা করে প্রকৃত মানুষ হতে হবে। আমাদের রেখে যাওয়া পতাকা তোমরাই এগিয়ে নিয়ে যাবে। আজকে তোমরা যারা ছাত্র-ছাত্রী আগামী দিনে তোমরাই হবে দেশের ভবিষ্যৎ কর্ণধার। অন্যথায় তোমরা এক অন্ধকার গন্ডিতে আবদ্ধ হয়ে পড়ে রবে, যেখানে তোমরা বুকভরে নিঃশ্বাস নিতেও কষ্ট পাবে।


     এই বিভাগের আরো খবর