,

সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে পুলিশ সুপার বিধান ত্রিপুরাভূয়া সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরা বলেছেন, ভূয়া সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ ছাড়া অপরাধ বিচিত্রার কতিথ সাংবাদিক জমির আলীর বিভিন্ন অপকর্মের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহন করা হবে। গতকাল বুধবার দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে পুলিশ সুপার এ কথা বলেন। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকদের জাতির বিবেক বলা হয়ে থাকে। সাংবাদিকদের বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করতে হবে। তারাই যদি ভুল তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করেন তাহলে এর কারণে লোকজনের মান সম্মান ক্ষুন্ন হয়। তিনি যাচাই বাছাই করে সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আ.স.ম শামসুর রহমান। প্রসঙ্গত জমির আলী নিজেকে মানবাধিকার কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন লোকজনের সাথে প্রতারণা করে আসছে। সম্প্রতি পুলিশের হাতে গ্রেফতার হয়ে কারাগারে যায়। জমির আলী দীর্ঘদিন ধরে মানবাধিকার সংস্থা (আসক) এর জোনাল সভাপতির পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। এ ছাড়া সাপ্তাহিক অপরাধ তথ্য বিচিত্রা ম্যাগাজিনের ক্রাইম রিপোর্টার পরিচয় দিয়ে মানুষকে হয়রানী ও প্রতারণা করে আসছিল। সে ভাদৈ গ্রামের বাসিন্দা। বিষয়টি সুশীল সমাজের পক্ষ থেকে পুলিশ সুপারের নিকট তুলে ধরা হলে তিনি এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।


     এই বিভাগের আরো খবর