,

জেলা প্রশাসকের নির্দেশে বঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে টিফিন বক্স বিতরণ করতে বাধ্য হলেন আউশকান্দি ইউপি চেয়ারম্যান হারুন

ছনি চৌধুরী ॥ হবিগঞ্জ জেলা প্রশাসক মনীষ চাকমার নির্দেশে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন অবশেষে ছাত্র-ছাত্রীদের মধ্যে টিফিন বক্স বিতরণ করতে বাধ্য হলেন। গতকাল বৃহস্পতিবার আউশকান্দি ইউনিয়নের বেতাপুর সরকারী প্রাথমিক
বিদ্যালয়,জালালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি স্কুলের ৩য় ৪র্থ ৫ম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের মধ্যে টিফিন বক্স বিতরন করেন ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন। অবশিষ্ট্য স্কুলে,টিফিন বক্স বিতরন পক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়। উল্লেখ্য, আউশকান্দি ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুনের বিরুদ্ধে টিফিন বক্স এর টাকা আত্মসাতের অভিযোগ উঠে। এ সংক্রান্ত সংবাদটি দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকাসহ জাতীয় ও স্থানীয় বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হলে জেলা প্রশাসকের নজরে আসে। পরে হবিগঞ্জ জেলা প্রশাসক মনীষ চাকমার নির্দেশে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন অবশেষে অবশিষ্ট স্কুলগুলোতে ছাত্র-ছাত্রীদের মধ্যে টিফিন বক্স বিতরণ শুরু করেন। দায়িত্বশীল সূত্রে জানা যায়, বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী উপজেলা পরিষদ কর্তৃক এলজিএফসি বরাদ্দের একটি অংশ থেকে স্থানীয় ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে ইউনিয়নের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিফিন বক্স বিতরণের সিদ্ধান্ত নির্দেশনা দেয়া হয়। এরই ওই প্রেক্ষিতে ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন প্রথম ধাপে ১০-১২ স্কুলে টিফিন বক্স বিতরণ করেন । কিন্তু আউশকান্দি ইউনিয়নের মিঠাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেওতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিনাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেতাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় টিফিন বক্স বিতরন করা হয়নি। এনিয়ে শিক্ষক ও অভিভাবক মহলে ক্ষোভ দেখা দেয় । এছাড়া ইতিমধ্যে আউশকান্দি ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুনের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠে  । উক্ত অভিযোগগুলো তদন্তাধীন রয়েছে বলে সূত্রে জানা গেছে।


     এই বিভাগের আরো খবর