,

জাল দলিল সৃষ্টিসহ বিভিন্ন অভিযোগে নবীগঞ্জ সদর ভূমি অফিসের সহকারী তহশিলদার আবিদ আলী সাময়িক বরখাস্ত

স্টাফ রিপোর্টার ॥ আলোচিত ৩ খানা কোরআন শরিফের বেদৗলতে ১ কোটি টাকার জমি আত্মসাত ঘটনার সাথে জড়িত নবীগঞ্জ সদর ইউনিয়নের (ভূমি) উপ-সহকারী তহশিলদার বাহুবল উপজেলার জয়পুর গ্রামের বাসিন্দা আবিদ আলীকে অবেশষে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জাল দলিল মামলায় (সিআর ২৫/১৭ বাহুবল) উপ-সহকারী তহশিলদার আবিদ আলীকে গত ১৬ আগস্ট জেল হাজতে প্রেরণ করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সম্পা জাহান। সরকারী কর্মচারী হয়ে জেল হাজত ভোগের বিষয়টি গোপন করে রেখেছিলেন আবিদ আলী। তিনি নিজের জেল হাজত ভোগের বিষয়টি ধামা চাপা দিতে দৌড়ঝাপ শুরু করেন বিভিন্ন স্থানে। দেরীতে হলেও গত ১ নভেম্বর
নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ১২০৭নং স্মারকে জেলা প্রশাসক কার্যালয়কে অবহিত করেন যে, নবীগঞ্জ সদর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি উপ-সহকারী কর্মকর্তা আবিদ আলী সিআর ২৫/১৭নং মামলায় গত ১৬ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত জেল হাজত ভোগ করেন। নবীগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার অবহিতকরণপত্র পেয়ে জেলা প্রশাসক মনীষ চাকমা গত ৩০ নভেম্বর তারিখে বিএসআর পার্ট-১ এর ৭৩(২) নং বিধি মোতাবেক (ভূমি) উপ-সহকারী তহসিলদার আবিদন আলীকে গত ১৬ আগস্ট জেল হাজত ভোগের তারিখ থেকে সাময়িকভাবে বরখাস্ত করেন। এদিকে স্কুল শিক্ষক হাবিবুর রহমান একই মামলায় জেল হাজত ভোগ করেন। তার বহিস্কার প্রক্রিয়াটিও দ্রুত এগুচ্ছে বেল জানান বাদী পক্ষ। জালজালিয়াতির মাধ্যমে দলিল সৃষ্টি, প্রতারণা, সরকারী চাকুরীজীবী হওয়া স্বত্বেও উৎকোসগ্রহনের অভিযোগে ৯ জনের বিরুদ্ধে স্পেশাল জজ আদালতে মামলা দায়ের করেন জমির মালিক সৈয়দ আমিনা বেগমের পুত্র মোঃ আব্দুল আজিজ চৌধুরী। প্রায় ২৩ বছর আগে রেজিষ্ট্রি দলিল সম্পাদন হওয়া কোটি টাকার জায়গা আত্মসাতের চেষ্টা করে আসামীরা। এ জন্য তারা ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করে।


     এই বিভাগের আরো খবর