,

হবিগঞ্জ জেলা জাতীয় যুবসংহতির সম্মেলনকে কেন্দ্র করে দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া ও ভাংচুর

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ জেলা জাতীয় যুব সংহতির সম্মেলনে দুই গ্রুপের ধাওয়া পাল্টা ও ভাংচুর হয়েছে। ঘন্টাব্যাপী সম্মেলন স্থগিত থাকার পর পুলিশ প্রহরায় সম্মেলন সম্পন্ন হয়। দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়াকালে ব্যানার, ফেষ্টুন, চেয়ার-টেবিল ভাংচুর করা হয়। এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে। আবারো যে কোন সময় নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের আশংকা করা হচ্ছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল শনিবার দুপুর ১২টায় শহরের সাইফুর রহমান টাউন হলে জাতীয় পার্টির অঙ্গসংগঠন জেলা যুবসংহতির সম্মেলনের আয়োজন করা হয়। জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির সভাপতি আলমগীর সিকদার লোটন সম্মেলন উদ্বোধন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোহাম্মদ আতিকুর রহমান আতিক। েিবশষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব শংকর পাল। প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফখরুল আহসান শাহজাদা। সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক প্রভাষক এসএম লুৎফুর রহমান। সম্মেলনকে ঘিরে সম্পূর্ণ প্রস্তুতি নেয়া হয়। শহরে ও এর আশপাশে সাটানো হয় পোষ্টার, ব্যানার ও ফেষ্টুন। কিন্তু গত কয়েকদিন ধরেই জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কাজল আহমেদ ও সাংগঠনিক সম্পাদক এডভোকেট শিবলী খায়েরের নেতৃত্বে অপর গ্রুপ সম্মেলনেক প্রতিহত করার ঘোষণা দেয়। এ নিয়ে গত কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল। গতকাল সম্মেলন শুরুর প্রাক্কালে েিবদ্রাহী গ্রুপের নেতৃত্বে নেতাকর্মীরা মিছিল সহকারে এসে সম্মেলনে বাধা প্রদান করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে বিক্ষুব্দ নেতাকর্মীরা লাটিসোটাসহ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়। এ সময় পোষ্টার, ব্যানার ও ফেষ্টুন এবং চেয়ার টেবিল ভাংচুর করা হয় খবর পেয়ে সদর থানার এসআই রকিবুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় ঘন্টাখানেক সম্মেলন স্থগিত রাখা হয়। পরে পুলিশের উপস্থিতি সম্মেলন পুনরায় অনুষ্ঠিত হয়। এ ব্যাপারে জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কাজল আহমেদ জানান, যুবসংহতির ত্যাগী নেতাদের বাদ দিয়ে নিজেদের মতো মনগড়া কমিটি করা হয়েছে। আমরা নেতাকর্মীরা গিয়ে সম্মেলন প্রতিহত করেছি। এ ব্যাপারে সদর থানার এসআই রকিবুল হাসান জানান, ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।


     এই বিভাগের আরো খবর