,

বিপিএলে চ্যাম্পিয়ন রংপুর ঢাকার অসহায় আত্মসমর্পন [মাশরাফির শিরোপা জয়ের হেট্রিক]

স্পোর্টস ডেস্ক ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগের পঞ্চম আসরের শিরোপা জিতলো রংপুর রাইডার্স। এবারই প্রথম ফাইনালে উঠে তারা চ্যাম্পিয়ন হলো। জয়ের ফলে রংপুর ২ কোটি টাকা আর রানার্স আপ ঢাকা ৭৫ লাখ টাকা পায়। গতকাল মঙ্গলবার একতরফা ফাইনালে রংপুর ৫৭ রানের ব্যবধানে ঢাকাকে হারায়। ক্রিস গেইলর ৬৯ বলে অপরাজিত ১৪৬ ও ব্র্যন্ডন ম্যাক-কালামের অপরাজিত ৫১ রানে ১ উইকেট হারিয়ে মাশরাফির রংপুরের ২০৬ রানের জবাবে সাকিবের ঢাকা ডায়নামাইটস ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান তুলতে সক্ষম হয়। ঢাকার পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন জহুরুল ইসলাম। রংপুরের সোহাগ গাজী, উদানা ও নাজমুল ইসলাম ২টি করে উইকেট নেন। ম্যাচসেরা ও আসর সেরা হন সবচেয়ে বেশি রান করা ক্রিস গেইল। গেইল-তান্ডবের পরই ম্যাচের ভাগ্য লেখা হয়ে গিয়েছিল। বিপিএলের ইতিহাসেই ২০০ রান তাড়া করার রেকর্ড নেই, আর তো মিরপুরের এ উইকেটে! তবে এমন অসহায় আত্মসমর্পণও নিশ্চয় আশা করেনি কেউ। ২০৭ রানের লক্ষ্যে নেমে ১৪৯ রানে থেমেছে গতবারের চ্যাম্পিয়নরা। ৫৭ রানের বিশাল এক জয়েই প্রথমবারের মতো শিরোপা উৎসবে মাতল রংপুর রাইডার্স। মাশরাফি বিন মুর্তজা এ নিয়ে তিনটি আলাদা দলের হয়ে শিরোপা জয়ের কৃতিত্ব দেখালেন। এর আগে তিনি ঢাকা গ্লাডিয়েটর্সের হয়ে দু’বার ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে একবার শিরোপা জেতেন। কেবল গত আসরে শিরোপা জেতেন সাকিব আল হাসান।


     এই বিভাগের আরো খবর