,

হবিগঞ্জে ৭৪ প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করলেন এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ৭৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করেছেন সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী  লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির। বৃহস্পতিবার দুপুরে প্রাথমিক ও গণশিা মন্ত্রণালয় থেকে আসা এই ল্যাপটপ বিতরণ উপলক্ষে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি আবু জাহির। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা প্রাথমিক শিা অফিসার মোঃ নূর ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট আব্দুল আহাদ ফারুক, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিদ, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা শাহ আলম সিদ্দিক, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শেখ সেবুল আহমেদ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাস, মোঃ আক্তার হোসেন, এনামুল হক শেখ কামাল, মোঃ আনু মিয়া, তাজ উদ্দিন আহমেদ, বুলবুল খান, প্রমুখ। অনুষ্ঠানে ৭৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং প্রধান শিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেন, বর্তমান সরকার শিক্ষাকে প্রাধান্য দিয়েই দেশের উন্নয়ন কাজ পরিচালনা করে যাচ্ছে। এরই অংশ হিসাবে আজকের এই ল্যাপটপ বিতরণ অনুষ্ঠান। এ সময় সকল শিক্ষার্থীকে কম্পিউটারে পারদর্শী করে গড়ে তুলতে প্রধান শিক্ষকদের প্রতি আহবান জানান।


     এই বিভাগের আরো খবর