,

বাহুবলে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবি দিবস। গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টায় উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা  সন্তান কমান্ড, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উপস্থিতিতে বাহুবলের ভাদেশ্বর ইউনিয়নের ফয়জাবাদ হিলস্থ বাধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবিদের সম্মান জানিয়ে পুস্পস্থবক অর্পণ করা হয়। সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন, আলোচনা সভা ও শেষে সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে অনুষ্ঠানমালা শেষ হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিনের সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভূমি) রফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি, বাহুবল উপজেলা নির্বাহী অফিসারের পিতা বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল হামিদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আবুল হোসেন, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুকুর রশিদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম-আহ্বায়ক শামীনুর রহমান প্রমুখ। অপর দিকে মিরপুর আলিফ সোবহান চৌধুরী কলেজে শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ ও বঙ্গবন্ধু প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কলেজের গভর্নিং বডির সভাপতি এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর