,

নবীগঞ্জে ফ্রি বিশেষজ্ঞ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ছনি চৌধুরী ॥ নবীগঞ্জে অধ্যাপক ডাঃ এম এ খালেক স্মৃতি স্বাস্থ্য কেন্দ্রে গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ফ্রি বিশেষজ্ঞ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। জালালাবাদ এসোসিয়েশন ঢাকা, অধ্যাপক
ডাঃ এম এ খালেক স্মৃতি স্বাস্থ্য কেন্দ্র, ন্যাশনাল হার্ড ফাউন্ডেশন হাসপাতাল সিলেট, নবীগঞ্জ কল্যান সমিতি সিলেটের যৌথ আয়োজনে মেডিসিন, কার্ডিওলজি, নাক কান গলা, চর্ম ও যৌন, কার্ডিও মেডিসিন, শিশু রোগ, গাইনী ও চক্ষু রোগের প্রায় ১৪ শত রোগীকে ফ্রি চিকিৎসা দেওয়া হয়েছে। ফ্রি বিশেষজ্ঞ মেডিকেল ক্যাম্পে দুপুরে ১ ঘন্টাব্যাপি আলোচনা সভায় অধ্যাপক ডাঃ এম এ খালেক স্মৃতি স্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্টাতা ডাক্তার খালেদ মোহসীন এর সভাপতিত্বে জালালাবাদ এসোসিয়েশন ঢাকা সহ-সভাপতি আঃ কাইয়ুম চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় অধ্যাপিকা ডাঃ সাহেলা খাতুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সচিব ও জালালাবাদ এসোসিয়েশন ঢাকার সাবেক সভাপতি ডাঃ এ কে আব্দুল মোমেন, সলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মুর্শেদ আহমেদ চৌধুরী, ডাঃ ওমর খৈয়াম, নবীগঞ্জ কল্যান সমিতির সহ-সভাপতি ডাঃ সালেহ আহমদ, দেওয়ান ফরিদ গাজীর তনয় শাহ নেওয়াজ মিলাদ। আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশন ঢাকা সাধারণ সম্পাদক সৈয়দ জগলুল পাশা। ফ্রি বিশেষজ্ঞ মেডিকেল ক্যাম্পে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ আব্দুল্লাহ, চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক মারুফ আলী, বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন, বাংলাদেশ উইমেন চেম্বারের সদস্য তাহ্মিনা জলি, জালালাবাদ এসোসিয়েশন ঢাকা যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিমা চৌধুরী মনি, নির্বাহী সদস্য এড. জসিম উদ্দিন, আব্দুল মজিদ চৌধুরী মিন্টু, এম এ কাদির, সেলিম আহমেদ মিটু, দেওয়ান ফরিদ গাজীর তনয় নাহিদ গাজী,সিলেট জেলা পরিষদের সদস্য রুবা জুবিন, বর্তমান ইউপি চেয়ারম্যান ছাইম উদ্দিন, এড. জাবেদ আলী, নজরুল ইসলাম, ইমদাদুল রহমান মুুকুল, সাবেক চেয়ারম্যান এমদাদুল হক চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এস আর চৌধুরী সেলিম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হেলাল, অনলাইন মৃদুভাষণ সম্পাদক সাহাবুদ্দিন শুভ প্রমুখ।


     এই বিভাগের আরো খবর