,

নবীগঞ্জ পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদকজুয়েলের পিতার দাফন সম্পন্ন জানাযায় হাজারো মানুষের ঢল

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ পৌর জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ এর পিতা পৌর সভার তিমিরপুর গ্রামের বিশিষ্ট মুরব্বি মোঃ আবু মিয়া (৯৬)  আর নেই। গতকাল শুক্রবার সকাল ৭টায় নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্না …… রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, ৩ কন্যা সন্তান নাতি নাতনি সহ অসংখ্য আত্মিয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। গতাকাল বাদ জুম্মা তিমিরপুর ঈদগাহ ময়দানে হাজারো মানুষের অংশগ্রহণে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন মরহুমের আত্মীয় মাওঃ জুবায়ের হোসেন চৌধুরী। জানাযার নামাজের পূর্বে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য এড. সুলতান মাহমুদ ও মরহুমের কনিষ্ঠ পুত্র জুয়েল আহমেদ। জানাযায় অংশগ্রহণ করেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক এমপি মরহুম দেওয়ান ফরিদ গাজীর পুত্র শাহ নেওয়াজ গাজী মিলাদ, দৈনিক হবিগঞ্জ সময়ের সম্পাদক ও কাউন্সিলর আলাউদ্দিন আহমেদ, নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজ্বী ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী শেফু, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দাল করিম, নবীগঞ্জ মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি আরিফ হোসাইন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম অপু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গোলাম রসুল রাহেল চৌধুরী, পৌর স্বেচ্ছসেবক লীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, সামাজিক সংগঠন অগ্রযাত্রা উপজেলা শাখার সভাপতি সাংবাদিক এম মুজিবুর রহমান,পৌর জাতীয় শ্রমিক লীগের সভাপতি হাফিজুর রহমান মিলন, উপজেলা অগ্রযাত্রা সাধারণ সম্পাদক সাংবাদিক আলী হাছান লিটন, মোঃ লেবু মিয়া, ডিড রাইটার জাকির আহমেদ চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আলমগীর চৌধুরী সালমান, ফয়ছল তালুকদারসহ, উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, সামাজিক এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ। জানাযা শেষে মরহুম মোঃ আবু মিয়াকে তিমিপুর গ্রামের কবরস্থানে দাফন করা হয়।


     এই বিভাগের আরো খবর