,

জেরুজালেমকে ইসরাঈলের রাজধানী করতে দেয়া হবে না-আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী

স্টাফ রিপোর্টার ॥ কওমী মাদ্রাসা বোর্ড হবিগঞ্জ এর সভাপতি আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প এর ঘোষণা বিশ্বের মুসলমানরা মেনে নেয়নি এবং মেনে নিবেও না। ট্রাম্পকে তার স্বীকৃতি
বাতিল করতে হবে অন্যথায় বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধভাবে ইসরাঈল ও ট্রাম্পের বিরুদ্ধে কঠোর অবস্থান গড়ে তোলবে। আল্লামা ওলীপুরী বলেন, জেরুজালেমকে ইসরাঈলের রাজধানী ঘোষণা করে বিশ্বকে নতুন করে সংঘাত এবং অশান্ত করার দিকে ঠেলে দিয়েছে। তিনি বলেন, ট্রাম্পের পরিকল্পনা হচ্ছে ইসলাম ও মুসলমানদের ধ্বংস করা। এর অংশ হিসেবেই ট্রাম্প মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মুকাদ্দাসের শহর জেরুজালেমকে জারজ রাষ্ট্র ইসরাঈল এর রাজধানী ঘোষণা করেছে। তার এই ঘোষণা প্রত্যাহার না করলে বিশ্ব মুসলিম আমেরিকার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলবে। গতকাল সোমবার ১০টায় হবিগঞ্জ পৌরসভা মাঠে কওমী মাদ্রাসা বোর্ড হবিগঞ্জ এর উদ্যোগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক জেরুজালেমকে ইসরাঈলের রাজধানী ঘোষণার প্রতিবাদে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। বোর্ডের সভাপতি আল্লামা নূরুল ইসলাম ওলীপুরীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মাওলানা আবু ছালেহ্ ছাদী ও মুফতি তফাজ্জুল হক এর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন- প্রিন্সিপাল আব্দাল হুসাইন খাঁন, এডভোকেট আবুল খয়ের, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, ৫নং গোপায়া ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, মাওলানা গোলাম কাদির, মাওলানা হারুন রশিদ, মাওলানা বদরুল আলম, ঢাকা, মাওলানা আবুল কালাম, মাওলানা আঃ বছির, মাওলানা মুয়াল্লিমুল ইসলাম, মাওলানা আঃ হাই, মাওলানা আঃ ওয়াদুদ, মাওলানা আতাউর রহমান, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা মুস্তাফিজুর রহমান, মাওলানা জাবের আল হুদা, মুহিবুদ্দীন আহমদ সুহেল, মাওলানা আঃ শহীদ, মাওলানা মোশারফ হুসাইন, মাওলানা আশিকুর রহমান, মাওলানা আমিমুল ইহসান, মাওলানা আলী আহমদ, মাওঃ রফিকুল ইসলাম, মাওলানা যাকারিয়া প্রমুখ। বোর্ডের সাধারণ সম্পাদক মাওলানা আবু ছালেহ্ ছাদী বলেন, ট্রাম্পের ঘোষণা বাতিল করে ও.আই.সি’র প্রস্তাব অনুযায়ী জেরুজালেমকে ফিলিস্তিনিদের রাজধানী স্বীকৃতি দিতে হবে। অন্যথায় আমেরিকা ইসরাঈল ও তাদের দালালদের বিরুদ্ধে আন্তর্জাতিক অবরোধ ও কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করে তাদের বাধ্য করতে হবে। তিনি বলেন- ট্রাম্প মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। যুদ্ধের মোকাবেলায় মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে এবং আমেরিকার সকল পণ্য বর্জন করা সময়ের দাবী। সমাবেশ শেষে বিশাল বিক্ষোভ মিছিল শহর প্রদণি করে পূনরায় পৌর মাঠে জমায়েত হয়ে আল্লামা জহুর আলীর মুনাজাতের মাধ্যমে সমাপ্তি হয়। উল্লেখ্য সকল ১০টা থেকেই বিভিন্ন উপজেলা থেকে মিছিলের পর মিছিল পৌর মাঠে আসতে থাকে। এক পর্যায়ে পৌর মাঠ লোকে লোকারন্য হয়ে যায়।


     এই বিভাগের আরো খবর