,

নবীগঞ্জে বাপসা কর্তৃক নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ারকে প্রমোশন ও বদলি জনিত বিদায় সংবর্ধনা

আলী হাছান লিটন ॥ বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সেক্রেটারী সমিতি (বাপসা) নবীগঞ্জ শাখা কর্তৃক নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ারকে প্রমোশন ও বদলি জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে বাংলাদেশ ইউনিয়ন  পরিষদ সেক্রেটারী সমিতি (বাপসা) নবীগঞ্জ শাখার সভাপতি ও বাউসা ইউনিয়ন পরিষদের সচিব প্রীতেশ রঞ্জন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের সচিব রাসেন্দ্র কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গনি ওসমানী, বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু সিদ্দিক, ১০নং দেবপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট মাসুম আহমেদ জাবেদ আলী, ৭নং করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ছাইম উদ্দিন, জেলা পরিষদের সদস্য আব্দুল মালিক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল। এ ছাড়া অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, বিদায়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, নবাগত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ছাদু মিয়া, উপজেলা শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক মোঃ রুবেল মিয়া, সময় পত্রিকার প্রকাশক ও বার্তা সম্পাদক মোঃ সেলিম তালুকদার, হবিগঞ্জ জেলা বাপসার সভাপতি ও ইউপি সচিব নুরুল হুদা চৌধুরী, সচিব মোঃ আব্দুল আহাদ, মোঃ সিদ্দিক আলী, মাওঃ আব্দুল আহাদ, মোঃ ফখরুল আলম, সঞ্জয় কান্তিদাশ, নিলয় দাশ, মাহফুজুর রহমান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক আলী হাছান লিটন, উপজেলা অফিস সহকারী সৃব্রত দেব, সাটিফিকেট সহকারী বিপুল চক্রবর্তী, পানেল চেয়ারম্যান রুমি বেগম ও আব্দুর রউফ, ইউপি সদস্যা মোছাঃ আশিকুল বেগম, উদ্যোক্তা ফখরুল ইসলাম, হেলাল আহমদ, গ্রীস প্রবাসী শরীফ আহমদ প্রমুখ। বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ার তিনি তার বক্তব্যে বলেন ইউনিয়ন পরিষদের সচিবদের জনস্বার্থে নিয়োগ দেওয়া হয়েছে। সেই মনোভাব নিয়ে চেয়ারম্যানগণদের সাথে সমন্বয় করে আন্তরিকতার সহিত কাজ করতে হবে। প্রায় দের বছরের কর্মকান্ডের স্মৃতি চারণ করে তিনি ইউনিয়ন সচিবগণের কাজের ভুয়সী প্রশংসাা করেন। বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ার ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আতাউল গনি ওসমানীকে ফুলের তোড়া দিয়ে সম্মাননা জানান ইউপি সচিব প্রীতেশ রঞ্জন চৌধুরীর পুত্র অর্ক চৌধুরী প্রান্তএবং কন্যা দিপীকা চৌধুরী পুজা, সচিব রাসেন্দ্র কুমার দাসের কন্যা পুিস্পতা দাস। সভা শেষে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ার ও সভায় উপস্থিত বিশেষ অতিথিগণকে ইউনিয়ন পরিষদ সেক্রেটারী সমিতির পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।


     এই বিভাগের আরো খবর