,

শাকিবদের সিনেমা না দেখানোর হুমকি হল মালিকদের!

সময় ডেস্ক: চলচ্চিত্র ঐক্যজোট যে ধরনের সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত হয়েছে তাদের সেসব সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে অচিরেই আইনানুগ ব্যবস্থা এবং আন্দোলনকারী নায়ক শাকিবসহ ঐক্যজোটের কারও সিনেমা হলে দেখানো হবে না বলেও হুমকি দিলেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতারা। রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সহ-সভাপতি সুদীপ্ত কুমার দাশ। এসময় আরও উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মিয়া আলাউদ্দিন, কোষাধ্যক্ষ রফিক উদ্দিন, আবুল কালাম আজাদ, আব্দুল হামিদ, মেহমুদ হোসেন। সংবাদ সম্মেলনে বক্তারা জানান, সরকারি নিয়ম ও আইন-কানুন মেনেই এদেশে উপমহাদেশীয় ভাষার চলচ্চিত্র আমদানি করা হয়েছে। হাইকোর্ট ও বাণিজ্য মন্ত্রণালয়েরও এই বিষয়টিতে অনুমোদন রয়েছে। তারা বলেন, বাংলাদেশে মানসম্পন্ন চলচ্চিত্র নির্মিত হচ্ছে না বলে সিনেমা হলগুলোতে এখন আর দর্শক পাওয়া যাচ্ছে না। এ কারণে একের পর এক সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। নিজেদের অস্তিত্ব রক্ষায় ও সিনেমা হলকে বাঁচিয়ে রাখার স্বার্থেই ভারত থেকে ছবি আমদানি করতে বাধ্য হয়েছেন বলেও জানান প্রদর্শক সমিতির নেতারা। পরিচালক সোহানুর রহমান সোহান, মুশফিকুর রহমান, নায়ক শাকিব খান, মিশা সওদাগরদের নেতৃত্বে সিনেমা হলগুলোতে ন্যাক্কারজনক হামলা হয়েছে উল্লেখ করে প্রদর্শক সমিতির নেতারা তাদের ছবি প্রদর্শন করবেননা বলেও তারা সিদ্ধান্ত নিয়েছেন। হলমালিক ও বুকিং এজেন্টদের সমন্বয়ে একটি যৌথ সাধারণ সভা অনুষ্ঠানের মাধ্যমে খুব শিগগিরই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলেও জানান তারা। ভারতীয় সিনেমা আমদানি করে লাভবান হচ্ছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তারা লাভ হচ্ছে না বলে জানান। বাংলাদেশেরও তো অনেক পুরনো হিট ছবি আসে, সেগুলো আবার দেখানো যায় কি না, এমন প্রশ্নে উত্তরে সমিতির নেতারা বলেন, আমরা দেখেছি সেসব ছবিও এখন আর দর্শক দেখছে না। আমরা চলচ্চিত্রশিল্পের বিরুদ্ধে না। আমরা চাচ্ছি, হলগুলোতে আবার মানুষ যাক। হলে দর্শক বাড়ানোর জন্যই হিন্দি ছবি আমদানি করা হচ্ছে। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর সুকৌশলে এড়িয়ে যান প্রদর্শক সমিতির নেতারা।


     এই বিভাগের আরো খবর