,

আতাউর রহমান সেলিমের মায়ের কুলখানী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমের মাতার মানিক বাহার এর কুলখানী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নোয়াটিস্থ বাসভবনে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন  করা হয়। মিলাদ পরিচালনা করেন চৌধুরীবাজার জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মজিদ পিরিজপুরী। এতে অংশ নেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান এমপি, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জিকে গউছ, হবিগঞ্জ জজ কোর্টের পিপি এডভোকেট সিরাজুল হক চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শ্রমিক লীগের সভাপতি মোঃ আরব আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুকুল আচার্য্য, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আলমগীর চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি জিপি এডভোকেট আফিল উদ্দিন, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সাবেক সভাপতি ফজলুর রহমান, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি সায়েদুজ্জামান জাহির, সাবেক পিপি এডভোকেট এম আকবর হোসেইন জিতু, জেলা জাসদের সভাপতি এডভোকেট তাজউদ্দিন আহমেদ সুফী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট লুৎফুর রহমান তালুকদার, এডভোকেট স্বরাজ বিশ্বাস, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ কামরুল হাসান, জেলা জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসীম, মশিউর রহমান শামীম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যরিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক ভিপি জিপি এডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, জেলা পরিষদ সদস্য এডভোকেট সুলতান মাহমুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল আহাদ ফারুক, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, জেলা কৃষক লীগ সভাপতি হুমায়ুন কবীর রেজা, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুর রহমানসহ নেতৃবৃন্দ। হবিগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শড়খ শুভ্র রায়, এডভোকেট নুরুজ্জামান, আমির চান কমপ্লেক্সের সত্ত্বাধিকারী আবুল কাশেম, বিসমিল্লাহ ট্র্যাভেলস এর সত্ত্বাধিকারী আলহাজ্ব এমএ শহীদ ছালেহ, হবিগঞ্জ ব্যাংকার এসোসিয়েশনের সাবেক সভাপতি তাজুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম তরফদার তনু, হাজী এনামুল হক এনাম, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান শামীম, পরিচালক দুলাল সূত্রধর, ফজলে রাব্বী রাসেলসহ চেম্বার নেতৃবৃন্দ, হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর সাবেক ভারপ্রাপ্ত মেয়র দিলীপ দাস, কাউন্সিলর যথাক্রমে আবুল হাশিম, কমিশনার জাহির উদ্দিন, নূর হোসেন, আলমগীর, জুনায়েদ মিয়া, আব্দুল আউয়াল মজনু, গৌতম কুমার রায়, শেখ উম্মেদ আলী শামীম, খালেদা জুয়েল, পিয়ারা বেগম, এয়ারলিংক পরিবারের নাজমূল আনাম খান তুহিন, আলহাজ্ব নূরউদ্দিন জাহাঙ্গীর, এসএ খান এনাম, আহমেদ কবির আজাদ, সোহেল আহমেদ, জেলা স্বর্ণ-রোপ্য বণিক সমিতির স্বদীপ বণিক, স্বপন লাল বণিক, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আলমগীর দেওয়ান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাস, মোঃ আক্তার হোসেন, আবুল কাশেম চৌধুরী, ফারুক পাঠান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল, বর্তমান সভাপতি ডাঃ ইসতিয়াক রাজ চৌধুরী প্রমুখ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও ব্যবসায়ী নেতৃবৃন্দ, জেলা যুবলীগ নেতৃবৃন্দ, সকল উপজেলা যুবলীগের নেতৃবৃন্দসহ সকল আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিলে রাজনগর এতিমখানা এবং দুলা শাহ এতিমখানার সকল শিশুরা অংশগ্রহণ করে।


     এই বিভাগের আরো খবর