,

খেলাধূলার উন্নয়নে সবসময় হবিগঞ্জবাসীর সাথে থাকব-এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, খেলাধূলা যুব সমাজকে মাদকসহ  সব ধরণের অপরাধ থেকে দূরে রাখে। তাই আমি এমপি নির্বাচিত হওয়ার পর থেকে সকল ক্ষেত্রে উন্নয়নের পাশাপাশি খেলাধূলার উন্নয়নেও কাজ করে যাচ্ছি। হবিগঞ্জে বড় মাপের খেলোয়ার তৈরীর উদ্দেশ্যে আমি দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে আধুনিক স্টেডিয়াম নির্মাণ করে দিয়েছি। ফলে শুধু সদর-লাখাই আসনের মানুষ নয়, পুরো জেলার খেলোয়াড়রা এর সুফল ভোগ করছেন। খেলাধূলার উন্নয়নে সবসময় হবিগঞ্জবাসীর সাথে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব ইনশাল্লাহ। গতকাল বৃহস্পতিবার বিকালে ফান্দ্রাইল নতুন বাজার মাঠে প্রায় ৫ হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি আবু জাহির আরো বলেন, একটি খেলোয়াড় পারে একটি জেলা তথা পুরো দেশকে বিশ্বে পরিচয় করিয়ে দিতে। তাই লেখাপড়ার পাশাপাশি সকল ছাত্রছাত্রীদের খেলাধুলার সুযোগ করে দিয়েছে বর্তমান সরকার। এ সময় তিনি এলাকার যুব সমাজকে এ ধরণের টুর্নামেন্টের আয়োজন করার জন্য ধন্যবাদ জানান এবং মাঠের উন্নয়নে ১ লক্ষ টাকার অনুদান ঘোষণা করেন। এছাড়াও ভবিষ্যতে ফান্দ্রাইল নতুন বাজার মাঠকে একটি মিনি স্টেডিয়ামে রূপান্তরিত করার আশ্বাস প্রদান করেন তিনি। টুর্নামেন্টের চ্যাম্পিয়ান দলকে দেয়া হয় একটি ঘোড়া, আর রানার্স আপ দল পায় রঙিন টিভি। খেলায় ৪-১ গোলে বামকান্দি সবুজ বাংলা একাদশকে পরাজিত করে জামাল গ্রুপ বন্ধু মহল চ্যাম্পিয়ন হয়। ৭০ মিনিটের খেলায় পুরো সময়ই ছিল উত্তেজনাকর। মাঠের ৪ পাশে অন্তত ৫ হাজার দর্শক উপস্থিত ছিলেন বলে জানান আয়োজকরা। খেলায় উভয় দলে দুইজন করে বিদেশী খেলোয়াড় অংশগ্রহণ করায় খেলাটি হয়ে ওঠে আকর্ষণীয়। লুকড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রইছ মিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, লুকড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আক্রাম আলী, বর্তমান চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাস ও রাজিউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামূল হক শেখ কামাল। এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ সেবুল আহমেদ, সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন, ইতালী প্রবাসী শফিকুর রহমান সুমন, জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুর রহমান, ইংল্যান্ড প্রবাসী কামাল চৌধুরী প্রমুখ। এছাড়াও স্থানীয় মুরব্বীয়ান এ সময় উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের আয়োজন করে ফান্দ্রাইল সমাজকল্যাণ যুব সংঘ।


     এই বিভাগের আরো খবর