,

টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন নিয়ে হবিগঞ্জে দিনব্যাপী ব্যতিক্রমী কর্মশালাদেশের একটি অন্যতম বিনিয়োগ সম্ভাবনাময় জেলা হবিগঞ্জ ॥ সচিব এন এম জিয়াউল আলম

 রফিকুল হাসান চৌধুরী তুহিন ॥ ‘টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে স্থানীয়করন, ব্যক্তিখাতে বিনিয়োগ পরিকল্পনা, উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন’ এমন প্রতিবাদ্য বিষয় নিয়ে গতকাল শুক্রবার দিনব্যাপী হবিগঞ্জে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী প্রানবন্ত ও বাস্তব ভিত্তিক এক কর্মশালা। প্রধানমন্ত্রী কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটি (জিআইইউ), বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও ইউএনডিপি বাংলাদেশ এর আর্থিক সহায়তায় এবং বিভাগীয় কমিশনার সিলেট এর তত্বাবধানে আর হবিগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এবং উপ-সচিব মোঃ সফিউল আলম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফজলুল জাহিদ পাভেলের সঞ্চালনায় সকাল ৯টা থেকে সন্ধ্যা পৌনে ৬ টা পর্যন্ত ডিসি হল রুমে অনুষ্ঠিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মনীষ চাকমা। এতে প্রধান অতিথি ছিলেন, মন্ত্রী বিভাগ পরিষদের সচিব (সমন্বয় ও সংস্কার) মোঃ এন এম জিয়াউল আলম। বিশেষ অতিথি ছিলেন, সিলেট বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) মোঃ আজম খান, হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জে.কে গউছ, সাবেক মেয়র শহিদ উদ্দিন চৌধুরী, নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীসহ জেলা বিভিন্ন পৌরসভার মেয়র ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। দিনব্যাপী এই কর্মশালা দুপুর এবং বিকেলে সরকারী-বেসরকারী পর্যায়ের বিভিন্ন পেশার আমন্ত্রিত অতিথিদের সমন্বয়ে গঠিত ১০টি গ্রুপে বিভক্ত করে ওই প্রতিবাদ্য বিষয়ের আলোকে হাওর-বাওর-চা-গ্যাস ও নানা কলকারখানায় সমৃদ্ধ শিল্প এরিয়া হিসেবে চিহিৃত হবিগঞ্জ জেলার উন্নয়ন কর্মকান্ডকে বেগবান করার লক্ষ্যে সুনিদিষ্ট লক্ষ্য-সমস্যা চিহিৃতকরণ ও সমাধানকল্পে পরামর্শ নেয়ার পাশাপাশি স্ব স্ব গ্রুপ প্রধানের মাধ্যমে তা উপস্থাপন করানো হয়। এসময় প্রধান অতিথি এন এম জিয়াউল আলম অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে হবিগঞ্জকে একটি দেশের অন্যতম সম্ভাবনাময় জেলা হিসেবে স্বীকৃতি দিয়ে হবিগঞ্জসহ দেশের অর্থনৈতিক উন্নতির স্বার্থে ওইসব সুনিদিষ্ট পরামর্শ লিখিত আকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের নিকট তুলে ধরা হবে বলে সকলকে আশ্বস্থ করেন। দু’পর্বের এই কর্মশালা অনুষ্ঠান চা-চক্র শুধু নয়, জেলা প্রশাসনের উদ্যোগে আনা উন্নতমানের খাবার পর্ব ভুড়ি ভোজে সকল অতিথিদের অংশ নেয়ার মাধ্যমে তার পরিসমাপ্তি ঘটে।


     এই বিভাগের আরো খবর