,

আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলনরত সাংবাদিকদের অনশন কর্মসূচি স্থগিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহিরের আশ্বাসের প্রেক্ষিতে লাগাতার অনশন কর্মসূচি স্থগিত করেছে হবিগঞ্জ প্রেসক্লাব সাংবাদিকদের জন্য উন্মুক্তকরণসহ ৫ দফা দাবিতে আন্দোলনরত মাঠপর্যায়ের সাংবাদিকরা।  গতকাল রবিবার দুপুরে অনশন চলাকালে সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির আন্দোলনরত সাংবাদিকদের দাবির প্রতি নৈতিক সমর্থন জানিয়ে বিষয়গুলো দ্রুত নিষ্পত্তির আশ্বাস দিয়ে লাগাতার অনশন কর্মসূচি স্থগিতের জন্য অনুরোধ জানান। এসময় তিনি বলেন, সাংবাদিকদের মধ্যে বিরোধ থাকলে হবিগঞ্জবাসী ক্ষতিগ্রস্থ হবে। বর্তমান সরকারের অব্যাহত উন্নয়ন বাধাগ্রস্থ হবে। জেলার উন্নয়নের স্বার্থে সাংবাদিকদের সকল বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে তিনি অগ্রসর হচ্ছেন। তিনি সাংবাদিকদের বস্তনিষ্ট ভাবে কাজ করার আহবান জানান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোলাম মোস্তফা রফিক, সাবেক সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, দৈনিক প্রতিদিনের বাণী সম্পাদক মোহাম্মদ শাবান মিয়া, দৈনিক হবিগঞ্জ সমাচারের ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরী, ব্যবসায়ী কল্যাণ সমিতি’র সভাপতি মোঃ শামছুল হুদা, জেলা মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়, বাপা সভাপতি অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল প্রমূখ। এর আগে সকাল ৯টায় প্রেসক্লাব ভবনের সামনে হবিগঞ্জ প্রেসক্লাব জেলার সকল সাংবাদিকদের ব্যবহারের জন্য উন্মুক্তকরণ, অসাংবাদিকদের সদস্যপদ বাতিল ও যোগ্যদের মূল্যায়ন, গত ১০ বছরের আর্থিক হিসাব সরকারিভাবে নিরীক্ষণ, বেদখল হওয়া জমি উদ্ধার এবং জেলা শহরের বাইরে ও মফস্বল থেকে আসা সাংবাদিকদের থাকার সুবিধার্থে ৩য় তলায় রেস্ট হাউজ নির্মাণের দাবিতে লাগাতার অনশন কর্মসূচিতে অংশ নেন দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি রফিকুল হাসান চৌধুরী তুহিন, এটিএন বাংলা’র জেলা প্রতিনিধি আব্দুল হালীম, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি প্রদীপ দাশ সাগর, একাত্তর টিভি’র জেলা প্রতিনিধি শাকিল চৌধুরী, ডিবিসি নিউজ’র জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, এসএ টিভি জেলা প্রতিনিধি আব্দুর রউফ সেলিম, ডেইলী ট্রাইব্যুনালের জেলা প্রতিনিধি মোঃ মুজিবুর রহমান, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি মোঃ ফয়সল চৌধুরী। তাদের সাথে একাত্মতা পোষণ করেন দৈনিক আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি মোঃ মামুন চৌধুরী, ডিটিভি বাংলা’র জেলা প্রতিনিধি মোঃ রহমত আলী, চ্যানেল এস এর সহকারী জেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম জীবন, সিলেট টুডে জেলা প্রতিনিধি শাকিলা ববি, দৈনিক দিনের শেষে জেলা প্রতিনিধি শাহ কামাল সাগর, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি আব্দুল কাদির প্রমূখ। প্রসঙ্গত, গত ৩ ডিসেম্বর জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং ৯ ডিসেম্বর স্থানীয় সংসদ সদস্যের কাছে ৫ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়। এছাড়া গত ১৩ ডিসেম্বর স্থানীয় নিমতলা প্রাঙ্গণে মুখে কালো কাপড় বেধে মানববন্ধন, ১৮ ডিসেম্বর প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি ও ২১ ডিসেম্বর প্রতিকী অনশন কর্মসূচি পালন করেন সাংবাদিকরা।


     এই বিভাগের আরো খবর