,

জেলা প্রশাসক মনীষ চাকমার নির্দেশে কুশিয়ারা নদীতে বালু উত্তোলনকালে ৭ জন আটক ॥ ২টি নৌকা জব্দ

ছনি চৌধুরী ॥ হবিগঞ্জ জেলা প্রশাসক মনীষ চাকমার নির্দেশে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)র যৌথ অভিযানে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের পাহাড়পুর গ্রামের কুশিয়ারা নদী থেকে বালু উত্তোলনকালে ২টি নৌকাসহ ৭ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় কুশিয়ারা নদীর
তীরবর্তী ভুক্তভোগী মানুষের নে আইনের প্রতিশ্রদ্ধা ও আস্থা ফিরে এসেছে বলে মনে করছেন সচেতন মহল। দীর্ঘদিন যাবৎ সরকারে লক্ষ লক্ষ টাকার রাজস্ব ফাঁকি দিয়ে হবিগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী শেরপুরে কুশিয়ারা নদীর উপর ৪-৫টি ড্রেজার মেশিনের সাহায্যে কুশিয়ারা থেকে বালু উত্তোলন করে আসছে একটি প্রভাবশালী মহল। এর ফলে নদীর ভাঙ্গনসহ ফসলী জমিসহ তীরবর্তী মানুষের ব্যাপক ক্ষতিসাধন হচ্ছিল। গতকাল রবিবার সকাল ১১টায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন হাসান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গনি ওসমানী, নবীগঞ্জ থানার এস আই পলাশসহ একদল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে কুশিয়ারা নদীতে বালু উত্তোলনকালে ২টি নৌকাসহ ৭ জনকে আটক করা হয়। অভিযানের খবর শুনে কিছু লোক ড্রেজার মিশেন নিয়ে পালিয়ে যায়। আটককৃতরা হলেন জুয়েল মিয়া, রিপন মিয়া, রতন মিয়া, শামায়াত হোসেন, সবুজ মিয়া, জাহাঙ্গীর মিয়া, রানা হাওলাদার। উল্লেখ্য, গত এক বছর যাবত নবীগঞ্জের এক ইউপি চেয়ারম্যান, সাদীপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রব, সাবেক চেয়ারম্যান কবির মিয়াসহ স্থানীয় প্রভাবশালী জনপ্রতিনিধিদের ছত্রছায়ায় প্রশাসনকে বৃদ্ধাংগুল দেখিয়ে সরকারের লক্ষ লক্ষ টাকার রাজস্ব ফাঁকি দিয়ে কুশিয়ারা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছিল। এলাকাবাসীর অভিযোগ বার বার সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করলে এর কোনো প্রতিকার পাননি বলে জানান তারা। গত কিছুদিন ধরে জাতীয় ও স্থানীয় পত্রিকায় বালু উত্তোলন প্রসঙ্গে সংবাদ প্রকাশ হয়। সংবাদটি হবিগঞ্জ জেলা প্রশাসক মনীষ চাকমার নজরে আসলে তিনি নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ বিষয়ে প্রদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশে দেন। হবিগঞ্জ প্রশাসক মনীষ চাকমা জানান, অভিযান চালিয়ে ২টি নৌকাসহ ৭ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। যত প্রভাবশালী ব্যক্তি হউক বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন হাসান বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পেয়ে জেলা প্রশাসকের নির্দেশে ঘটনাস্থলে গিয়ে দুটি বলগ্রেট মেশিনসহ ৭ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর