,

মাধবপুরে ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযানে ১২ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আল-আমিনের নেতৃত্বে মাধবপুর উপজেলায় অভিযান পরিচালিত হয়। এ অভিযানে আইন লংঘনের দায়ে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপন্য তৈরি, খাবারে মাছি থাকা, খাবার ঢেকে না রাখা, অতিরিক্ত ওজনের মিষ্টির প্যাকেট ব্যবহার করা, ওজন পারমাপক যন্ত্রে কারচুপি করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির উদ্দেশ্যে ফার্মেসীতে রাখাসহ বিভিন্ন অপরাধে নিন্মোক্ত প্রতিষ্ঠানগুলোকে মোট ১২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। পিপাসা মিষ্টান্ন ভান্ডারকে ৪ হাজার টাকা, মেসার্স আজমেরী ট্রেডার্সকে ৩ হাজার টাকা, একতা ট্রেডার্সকে ৩ হাজার টাকা এবং জনপ্রিয় ফার্মেসীকে ২ হাজার টাকা। এসময় তাদের সহযোগীতায় ছিলেন মাধবপুর থানার একদল পুলিশ।


     এই বিভাগের আরো খবর