,

এমপি আবু জাহিরস্বাধীনতা বিরোধীদের সাথে মুক্তিযোদ্ধা পরিবারের সম্পর্ক থাকতে পারে নাসংবর্ধনা পেয়ে আনন্দিত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-সদর লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি’র উদ্যোগে এবং সদর উপজেলা পরিষদের আয়োজনে ৩শ’ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল বেলা ১২টায় সদর উপজেলা পরিষদ হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীর মুক্তিযোদ্ধাদের হাতে ক্রেস্ট তুলে দেন এডভোকেট মোঃ আবু জাহির এমপি। সংবর্ধনা অনুষ্ঠানে আগত মুক্তিযোদ্ধারা প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আমরা মহান বিজয় অর্জনের জন্য ৯ মাস রক্তয়ী যুদ্ধে অংশগ্রহণ করেছি। অনেকেই সেই যুদ্ধে শহীদ হয়ে গেছেন। আর আমরা যারা বেচে আছি এর অনেকেই আঘাতপ্রাপ্ত। স্বাধীনতার ৪৫ বছরে পেরিয়ে গেছে। কিন্তু একমাত্র আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলেই আমাদের খোঁজ-খবর রাখে। জননেত্রী শেখ হাসিনা আমাদের জন্য নেন অনেক মহতী উদ্যোগ। কিন্তু অন্যান্য সরকার মুক্তিযোদ্ধাদের কোনো সুবিধা প্রদান করেনি। এমপি আবু জাহির আমাদের সুখে-দুঃখে আমাদের পাশে থাকেন। তাই আমরা তাকে আন্তরিক অভিনন্দন জানাই। এছাড়া আগামী নির্বাচনে আবু জাহির এমপিকে নৌকা মার্কায় বিজয়ী করতে কাজ করে যাবেন বলে প্রতিশ্র“তি ব্যক্ত করেন মুক্তিযোদ্ধাবৃন্দ। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আজহারুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এডভোকেট মোহাম্মদ আলী পাঠান, জেলা পরিষদ সদস্য ও সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল ও মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম। এছাড়াও বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ, মোহাম্মদ আলী লিটন, জেলা পরিষদ সদস্য ফাতেমাতুজ জোহরা রীনাসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়া উদ্দিন। অনুষ্ঠানে প্রয়াত সকল মুক্তিযোদ্ধাদের পক্ষে ক্রেস্ট গ্রহণ করেন তাদের সন্তান এবং পরিবারের সদস্যরা।


     এই বিভাগের আরো খবর