,

হবিগঞ্জে ৬ জুয়াড়িকে আটক করে ডিবি পুলিশ

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে জুয়ার আসর জমজমাট হয়ে উঠেছে। প্রতিদিন সন্ধ্যা ও রাতে হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জসহ জেলার বিভিন্নস্থানে জুয়ার আসর বসায় একটি চক্র। গতকাল বুধবার ভোরে ডিবির ওসি শাহ আলমের নেতৃত্বে এসআই আব্দুল করিমসহ একদল পুলিশ শায়েস্তাগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামের সুরুজ আলীর বাগানে অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে আটক করে। ডিবি পুলিশ জানায়, সুরুজ আলীর নেতৃত্বে ওই বাগানে ৩০/৩৫ জনের একদল জুয়াড়ি জুয়ার আসর বসিয়ে থাকে। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল ভোরে অভিযান চালানো হয়। এ সময় চুনারুঘাট উপজেলার তৈলগাও গ্রামের জমরুত মিয়া (৫০), শায়েস্তাগঞ্জ উপজেলার নিশাপট গ্রামের মৃত তোতা মিয়ার পুত্র আলফু মিয়া (৪০), আবুল হাশেমের পুত্র ইরাজ মিয়া (৪৮), জগন্নাথপুর গ্রামের রইছ মিয়ার পুত্র ওমর আলী (৩২), মৌলভীবাজার জেলার গবিন্দপুর গ্রামের সুপেন্দ্র রায়ের পুত্র সাগর রায় (৩৪) ও মৃত সাফু মিয়ার পুত্র ক্ষুদ্র মানুষ সৈয়দ আলী (২৫)। এ সময় জুয়া খেলার ৪টি বোর্ড, নগদ ১১ হাজার ৭শ টাকা এবং দুমড়ে মুচড়ে প্রাইভেটকার যার নং (ঢাকা মেট্রো-গ-১৫-০৩৪৫) জব্দ করা হয়। পুলিশের অভিযান টের পেয়ে জুয়াড়িদের গডফাদার কাশিপুর গ্রামের মৃত ইন্তাজ উল্লার পুত্র সুরুজ আলী (৪০)সহ অন্য জুয়াড়িরা পালিয়ে যায়। প্রসঙ্গত হবিগঞ্জ সদর উপজেলার নাজিরপুর, এড়ালিয়াসহ জেলার সর্বত্র জুয়া খেলা জমজমাট হয়ে উঠেছে। অভিযোগ রয়েছে কতিপয় পুলিশ সদস্যকে ম্যানেজ করে এ আসর বসানো হচ্ছে। এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে। গতকাল বিকালে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।


     এই বিভাগের আরো খবর