,

ইসলাম এসেছে রক্তের হেফাজত করার জন্য ॥ রক্ত ঝড়ানোর জন্য নয়

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ চৌধুরী বাজার নুরুল হেরা জামে মসজিদে জুমার খুৎবায় আল্লামা তাফাজ্জুল হক বলেছেন- ইসলাম এসেছে মানুষের রক্তের হেফাজত করার জন্য, মানুষের রক্ত ঝড়ানোর জন্য নয়। দাওয়াতের মাধ্যমে ইসলামের ব্যাপক প্রসার লাভ করেছে। প্রথমে ইসলামের দাওয়াত দিতে হবে। রাসুল (সা) ইসলামের প্রসার  ও প্রচারের জন্য দলে দলে সাহাবীদেরকে বিভিন্ন জায়গায়
পাঠিয়েছেন। ইসলামে সর্বশেষ হচ্ছে জিহাদ। কিন্তু সেটি চড়ান্ত কথা। এর আগে ইসলামের অনেক বিধি বিধান রয়েছে। সেগুলো আমরা পালন করতে রাজী নই। ইসলামে সর্বোচ্চ জিহাদ হচ্ছে নিজের নফসের সাথে জিহাদ করা। আল্লামা তাফাজ্জুল আগামী ৪,৫ ও ৬ জানুয়ারী শহরের সুলতান মাহমদপুর মাঠে তাবলীগ জামায়াতের হবিগঞ্জের ৩ দিন ব্যাপী ইজতেমাকে সফল করার জন্য হবিগঞ্জবাসীর প্রতি আহবান জানান। তিনি বলেন- কোনো অহংকারী বেশেতে যেতে পারবে না। যদি কেউ সামান্যতম অহংকার নিয়ে ইসলামের জন্য জিহাদ করে মৃত্যুবরণও করে তারপরও তার জিহাদ কিংবা মৃত্যু কবল হবে না। শুধু আল্লাহর জন্যই কাউকে ভালবাসতে হবে, কাউকে আল্লাহর জন্যই ঘৃণা করতে হবে। এটাই ইসলামের নীতি। তিনি বলেন- যদি কেউ তিনবার সুরা এখলাছ পড়ে কোরআন শরীফ খতমের সওয়াব দেয়া হবে। যদি কেউ মসজিদে নামাজে আসার পথে দুর্ঘটনায় মারা যায় শহীদী সওয়াব দেয়া হবে। যদি কেউ হজ্জে রওয়ানা দিয়ে কোনো দুর্ঘটনায় মারা যায় তাহলে তাকে পুর্ণ হজ্জের সওয়াব দেয়া হবে। এসব বিষয় ইসলামের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছে। ইসলামে কোনো রকম অপব্যয় নেই। এমনকি যদি কেউ অযু করার সময় অতিরিক্ত পানি ব্যবহার করে তাহলেও তাকে জবাবদিহী করতে হবে। এমনকি সাগরে অযু করলেও অযুর জন্য বেশি পানি ব্যবহার করা যাবে না। আবার কেউ যদি অযু করার সময় কম পানি ব্যবহার করে তাহলে তার অযুই হবে না। রাসুল (সা:) এর তরিকার বেশি যেমন কিছু করা যাবে না কমও করা যাবেনা। তিনি সকলকে ইসলামের প্রকৃত বিধি বিধান মেনে চলার জন্য আহবান জানান।


     এই বিভাগের আরো খবর