,

বই বিতরণ অনুষ্ঠানে চেয়ারম্যান আবু সিদ্দিকশিক্ষিত জাতি গঠনে প্রধান মন্ত্রী শেখ হাসিনার ভুমিকা যুগান্তকারী

স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহ তাজ উদ্দিন কোরেশী (র:) উচ্চ বিদ্যালয় সহ বাউসা ইউনিয়নের কয়েকটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১লা জানুয়ারী ২০১৮ইং সালের জাতীয় বই উৎসব পালনে অংশ নেন চেয়ারম্যান মোঃ আবু সিদ্দিক। গতকাল সকাল ১০টা থেকে দুপুরে ১ টা পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন ৯নং বাউসা ইউনিয়নের সুনাম-ধন্য ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ আবু সিদ্দিক। হযরত তাজউদ্দিন কোরেশী (র:) উচ্চ বিদ্যালয়ে দুপুরে বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কোবাদুর রহমান। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওত করেন ছাত্র রেদোয়ান আহমদ। গীতা পাঠ করেন ছাত্রী জয়শ্রী ঘোষ মীম। প্রধান অতিথি হিসেবে বই বিতরণ কালে বক্তব্য রাখেন চেয়ারম্যান আবু সিদ্দীক, তিনি বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসূরী বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী, আওয়ামিলীগ সভানেত্রী, দেশরতœ জননেত্রী শেখ হাসিনার দেশ প্রেমের প্রমান হচ্ছে সারা দেশে ১লা জানুয়ারী একই দিনে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া এবং শিক্ষিত জাতি গঠনে প্রধান মন্ত্রী শেখ হাসিনার ভুমিকা যুগান্তকারী। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি ও ইউপি সদস্য দিপ্তেন্দু দাশ গুপ্ত বিধু, কৃষকলীগ সাংগঠনিক সম্পাদক জীতেন্দ্র লাল রায় মহাদেব, আওয়ামিলীগ নেতা রিপন মিয়া ও জনা ঘোষ। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষীকা মোছাঃ সালেহা বেগম, মোঃ আব্দুল তাজ, মোছাঃ আছমা খাতুন, মোঃ মিজানুর রহমান, দীলিপ চন্দ্র সরকার, সুমন হোসেন, নারায়ন চন্দ্র পাল, মোছাঃ সুমনা বেগম, অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক মোঃ আজগর আলী। এর পূর্বে চেয়ারম্যান মোঃ আবু সিদ্দিক, রিফাতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, বাউসা সরকারী প্রাথমিক বিদ্যালয়, দক্ষিন গাঁও ইনামবাঐ সরকারী প্রাথমিক বিদ্যালয়, দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের মধ্যে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ করেন। এসব স্কুলের পরিচালনা কমিটি এবং শিক্ষক শিক্ষীকাবৃন্দ সবাই উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর