,

কাগাপাশায় চেয়ারম্যান এরশাদ কর্তৃক মহিলা মেম্বার লাঞ্চিতের অভিযোগ

বানিয়াচং প্রতিনিধি ॥ বন্যায় গ্রতিগ্রস্থ কৃষকের মাঝে চাল বিতরণের সময় ৩০ বস্তা চাল লুটপাটের প্রতিবাদ করায় ৬নং কাগাপাশা ইউনিয়নের সংরক্ষিত সদস্য সনাতন ধর্মালম্বী সুনতী রাণী দাসকে অফিস থেকে বের করে দিলেন ইউপি চেয়ারম্যান এরশাদ। প্রতিকার চেয়ে প্রশাসনের কাছে বিচার চাইতে বানিয়াচং আসলে সুনতীকে দিনভর ম্যানেজ করার চেষ্ঠা করে বিষয়টি গোপনে রফাদফার চেষ্ঠা করা হয়েছে। জানা যায়, গত বুধবার কাগাপাশা ইউনিয়নের বগী খেয়া ঘাটে আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত ৭৮৩ জন কৃষকের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণের কথা থাকলেও জনপ্রতি দেওয়া হয় ২৫ কেজি করে। অতিরিক্ত ৩০ বস্তা চাল লুটপাট করে বিক্রি করে দেন ইউপি চেয়ারম্যান এরশাদ আলী ও তার সাঙ্গপাঙ্গরা। লুটপাটের প্রতিবাদে ব্যর্থ হয়ে সুনতী রাণী দাস সাংবাদিকসহ বিভিন্ন দপ্তরে তথ্য দেন। পরদিনস্তৃহস্পতিবার পত্রিকায় সংবাদ প্রকাশ হলে সুনতীর প্রতি ক্ষিপ্ত হয়ে উঠেন চেয়ারম্যান এরশাদ। গত শুক্রবার বিশেষ মিটিংয়ে ইউপি অফিসে উপ¯ি’ত হন সুনতী। এ সময় চেয়ারম্যান এরশাদ তাকে অফিস থেকে লাঞ্চিত করে বের করে দেন। গতকাল শনিবার সুনতী বিচার চাওয়ার উদ্দেশ্যে বানিয়াচংয়ে আসলে চেয়ারম্যান এরশাদ ও তার সহযোগীরা সুনতীকে ম্যানেজ করার চেষ্ঠা করছেন। এরপরও ব্যর্থ হলে জনৈক মুরুব্বীর মধ্যস্ততায় বিষয়টি মিমাংশা করার আশ^াস দিলে সুনতী বাড়ি ফিরে যান। এদিকে একটি সুত্র জানিয়েছে সুনতী নিরীহ সমাজের হওয়ায় তাকে ভয় দেখিয়ে বিষয়টি গোপনে রফাদফার চেষ্ঠা করার খবর পাওয়া গেছে। এ ব্যাপারে জানতে চাইলে মুঠো ফোনে কথা বলেন সুনতী। এসময় তাকে ভীত সন্তস্ত মনে হচ্ছিল। তিনি বলেন ঘটনা সত্য, তবে আপাতত যেন খবরটি প্রকাশ করা না হয়। খবর প্রকাশিত হলে তার উপর বিপদ আরো প্রকট আকার ধারন করবে বলে তিনি মন্তব্য করেন। ইউপি মহিলা মেম্বার লাঞ্চিত হওয়ার বিষয়ে যোগাযোগ করা হলে ইউপি চেয়ারম্যান এরশাদ আলী এ ধরণের কোন ঘটনা হয়নি বলে জানান।


     এই বিভাগের আরো খবর