,

জেল জুলুম নির্যাতন যত বৃদ্ধি পাবে বিএনপি নেতাকর্মীরা ততই জনপ্রিয় হবে ॥ কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভায় মেয়র গউছ

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি.কে গউছ বলেছেন মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে বিএনপি নেতাকর্মীদের রাজনীতির মাঠ থেকে সড়ানো যাবে না। জেল জুলুম নির্যাতন যত বৃদ্ধি পাবে বিএনপি নেতাকর্মীরা ততই জনপ্রিয় হবে। কারণ জনগণ বিএনপিকে ভালবাসে, জনগণ বিএনপির পাশে আছে। আগামী নির্বাচনে দেশের মানুষ বিএনপি নেতাকর্মীদের ব্যালটের মাধ্যমে পুরস্কৃত করবে। ২০১৮ সালে দেশের জনগণ তার প্রমাণ দেবে। তিনি গতকাল বৃহস্পতিবার বিকালে শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয়ে মেয়র জি কে গউছের ১ম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। লাখাই উপজেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত সভায় মেয়র জি.কে গউছ আরও বলেন- আওয়ামীলীগকে মানুষ আর বিশ্বাস করে না। তারা মানুষের ভোটে নয়, অন্যের কাঁধে ভর করে ক্ষমতায় এসেছে। কিন্তু বিএনপি মানুষের ভোটে ক্ষমতায় আসে। অন্যের ওপর নির্ভর করে নয়। তিনি বলেন, দেশের পুলিশ খারাপ নয়, আওয়ামীলীগ পুলিশকে খারাপ বানাচ্ছে। ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে র‌্যালী করতে দেয়নি পুলিশ। লাখাই উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আলহাজ্ব সালেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি আজিজুর রহমান কাজল, লাখাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আলহাজ্ব আয়াতুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফরিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ শামছুদ্দিন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ, বিএনপি নেতা এডভোকেট ইয়ারুল ইসলাম, আব্দুল মোতলিব, আবু লাল মিয়া, জহিরুল ইসলাম হান্নান, মোহাম্মদ আলী, সামছুল ইসলাম, বিল্লাল আহমেদ, তাউছ আহমেদ, মশিউর রহমান সাচ্চু, মাহমুদুল হাসান, জিয়াউর রহমান, হুমায়ুন মিয়া, সোহেল আহমেদ, মিয়া মোঃ লায়েছ, ফরিদ আহমেদ, রাজিব আহমেদ প্রমুখ।


     এই বিভাগের আরো খবর