,

শায়েস্তাগঞ্জ জংশন থেকে মহিলার লাশ উদ্ধার

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ রেল স্টেশন থেকে শাহজাহান বেগম (৭০) নামের এক বৃদ্ধার লাশ নিয়ে পুলিশের মাঝে শুরু হয়েছে রশি টানাটানি। পুলিশের পক্ষ থেকে আইনগত কোন ব্যবস্থা না নেয়ায় শায়েস্তাগঞ্জ পৌরসভার সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর শিউলি বেগম  ওই বৃদ্ধার লাশ তার জিম্মায় নিয়ে যান। এর আগে গতকাল শুক্রবার সকালে স্থানীয় লোকজন শায়েস্তাগঞ্জ জংশনের ফ্যাটফর্মে ওই বৃদ্ধার অচেতন দেহ দেখতে পেয়ে জিআরপি পুলিশে খবর দেয়। তারা ঘটনাস্থলে এসে ওই মহিলাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতালে লাশ ফেলে রেখে সটকে পড়ে জিআরপি পুলিশ। তখন ওই লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। অজ্ঞাত হিসেবে হাসপাতাল কর্তৃপক্ষ সদর থানায় চিঠি দিলে এসআই রুহুল আমিনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানতে পারে জিআরপি পুলিশ হাসপাতালে রেখে গেছে। তখন সুরতহাল রিপোর্ট তৈরি করতে জিআরপি থানায় খবর দেয়া হয়। কিন্তু সেখান থেকে কোন সাড়া না পেয়ে সদর থানার এসআই রুহুল আমিন লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে স্বজনদের ব্যাপারে খোঁজ খবর নেন। সন্ধ্যার দিকে দাউদনগর গ্রামের ৩ ব্যক্তি ও ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর শিউলি আক্তার এসে পুলিশকে জানান, মৃত মহিলার কোন ওয়ারিশান নেই। শিউলি আক্তার লাশের শেষকাজ সম্পন্ন করবেন বলে পুলিশকে আশ্বস্থ করলে তার জিম্মায় ওই বৃদ্ধার লাশ হস্তান্তর করা হয়। এসআই রুহুল আমিন জানান, ধারণা করা হচ্ছে স্বাভাবিক মৃত্যু এবং কোন অভিযোগ না থাকায় কাউন্সিলের জিম্মায় লাশটি হস্তান্তর করা হয়। শাহজাহান বেগম দাউদনগর গ্রামের মৃত ইসমাইল উদ্দিনের স্ত্রী। স্থানীয় লোকজন জানান, তার বাড়িঘর কিংবা কোন ওয়ারিশ না থাকায় স্টেশনে বসবাস করতো।


     এই বিভাগের আরো খবর