,

হবিগঞ্জে খেলোয়াড়দের মাঝে ড্রেস বিতরণ করলেন এমপি আবু জাহির

 স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ যুব গেমস এ অংশগ্রহণকারী হবিগঞ্জ জেলা দলের খেলোয়াড়দের মাঝে ড্রেস বিতরণ করেছেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির।  গতকাল শনিবার সকালে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অংশ নিয়ে তিনি এ ড্রেস বিতরণ করেন তিনি। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ নুরুল ইসলাম, প্রাক্তণ খেলোয়ার কল্যাণ সমিতির সভাপতি এডভোকেট পুন্যব্রত চৌধুরী বিভু, প্রাক্তকণ খেলোয়াড়, ফনি ভূষণ দাশ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, অতিরিক্ত সাধারণ সম্পাদক মোঃ বদরুল আলম, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সুলতান মাহমুদ ও শফিকুজ্জামান হিরাজ, কোষাধ্য হুমায়ুন কবীর সাহেদ, সদস্য বিভৎস্যু চক্রবর্তী, হুমায়ুন খান, মঈনুদ্দিন চৌধুরী শাম্মু, ফজলে রাব্বী রাসেল, মাকসুদুর রহমান উজ্জ্বল, বানিয়াচং উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক এনামূল মোহিত খান প্রমুখ। প্রসঙ্গত, বাংলাদেশ অলিম্পক এসোসিয়েশনের ব্যবস্থানায় ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনের গত ১৭ ডিসেম্বর বেলা ১২টায় হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে বাংলাদেশ যুব গেমস এর উদ্বোধন করেন সংসদ সদস্য। জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা যায়, বাংলাদেশ যুব গেমস উপলক্ষে জালাল স্টেডিয়ামে ১৮ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত ৭টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে জেলার পক্ষে গেমস এ অংশ নেয়ার যোগ্যতা অর্জনের জন্য লড়াই করে ৮ উপজেলার ২ শতাধিক তরুণ তরুনী। যে সকল ইভেন্টে খেলা হয় সেগুলো হল ফুটবল, ভলিবল, কাবাডি, এ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন ও টেবিল টেনিস। জেলা পর্যায়ে বিজয়ীরা আগামীকাল থেকে সিলেটে বিভাগীয় পর্যায়ে খেলায় অংশগ্রহণ করবে।


     এই বিভাগের আরো খবর