,

বাংলাদেশ বেসরকারী শিক্ষক কর্মচারী ফোরাম নবীগঞ্জ উপজেলা শাখার পুনাঙ্গ কমিটি গঠিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ গত ৬ জানুয়ারী ২০১৮ইং তারিখ “শিক্ষা ব্যবস্থা (স্কুল কলেজ, মাদ্রাসা) একসাথে জাতীয় করণের একদফা দাবী দ্রুত বাস্তবায়নের দৃঢ় প্রত্যয়ে” বাংলাদেশ বেসরকারী শিক্ষক কর্মচারী ফোরাম, নবীগঞ্জ উপজেলা কমিটি গঠন উপলক্ষে পৌরসভাস্থ নহরপুর শাহ জালাল (রহঃ) দাখিল মাদরাসায় এক শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ৮৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠন করা হয়। কমিটির নেতৃবৃন্দরা হলেন সভাপতি ড. সঞ্জিত সেন রায়  অধ্যক্ষ ইনাতগঞ্জ ডিগ্রি কলেজ, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী আক্কাছ মোল্লা উপাধ্যক্ষ, সঈদপুর বাজার ফাজিল ডিগ্রি মাদরাসা, সহ-সভাপতিগণ হলেন মোঃ নুরুল আমিন উপাধ্যক্ষ, ইনাতগঞ্জ ডিগ্রি কলেজ, জয়নাল আবেদীন খান জিন্নাহ সহ অধ্যাপক, ইনাতগঞ্জ ডিগ্রি কলেজ, মোঃ হারুন মিয়া প্রধান শিক্ষক, তাজ উদ্দীন কোরেশী উচ্চ বিদ্যালয়, মোঃ তফাজ্জুল হক প্রধান শিক্ষক, গোপলা বাজার উচ্চ বিদ্যালয়, মোহাম্মদ বদরুল আলম প্রধান শিক্ষক, ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়, মোঃ শরীফ উদ্দিন অধ্যক্ষ, শাহজালাল (রঃ) আলিম মাদরাসা, মোঃ আব্দুন নুর অধ্যক্ষ, মোস্তফাপুর আলিম মাদরাসা, মোঃ সাজ্জাদুর রহমান সুপার, রুস্তমপুর দাখিল মাদরাসা, মোঃ পিয়ার আলী প্রধান শিক্ষক, বাগাউড়া উচ্চ বিদ্যালয়, গৌরাপদ গোস্বামী প্রধান শিক্ষক, দিনারপুর উচ্চ বিদ্যালয়, সাদ উদ্দিন ফরহাদ সুপার, ফুলতলী দাখিল মাদরাসা, মোঃ শামছুল হক সুপার, কাজীগঞ্জ দাখিল মাদরাসা, রবীন্দ্র নারায়ন উকিল প্রধান শিক্ষক, এস.এন.পি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, সোফায়েল আহমদ সহ প্রধান শিক্ষক রাগীব রাবেয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, সাধারণ সম্পাদক মোঃ আফজল হোসেন তালুকদার অধ্যক্ষ, তাহিরপুর এন.ই আলিম মাদরাসা, যুগ্ম সাধারণ সম্পাদক গণ হলেন প্রদীপ রঞ্জন দাশ প্রধান শিক্ষক, নাদামপুর উচ্চ বিদ্যালয়, মোঃ আব্দুস সালাম সুপার, নহরপুর দাখিল মাদরাসা, রিয়াজুল করিম চৌধুরী প্রধান শিক্ষক, হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়, শাহ মোশাহীদ আলী প্রধান শিক্ষক, রাজরানী সুভাষিনী উচ্চ বিদ্যালয়, ইকবাল বাহার তালুকদার প্রভাষক, আউশকান্দি র,প স্কুল এন্ড কলেজ, মোঃ লুৎফুর রহমান অধ্যক্ষ দারুল হিকমা আলিম মাদরাসা, মোঃ আব্দুস সাত্তার সহ প্রধান শিক্ষক, এস.এন পি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, সালেহ আহমদ সহ প্রধান শিক্ষক, আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়, মোঃ ইলিয়াছ উদ্দিন ভূইয়া অধ্যক্ষ, তাজিয়া মোবাশ্বিয়া আলিম মাদরাসা, সাংগঠনিক সম্পাদক  মোঃ কামাল উদ্দিন প্রধান শিক্ষক, ঘোলডুবা উচ্চ বিদ্যালয়, সহ সাংগঠনিক সম্পাদক গণ হলেন মোঃ মুখলিছুর রহমান সুপার, পাঞ্জারাই দাখিল মাদরাসা, বিমল কান্তি দেব প্রধান শিক্ষক, বিবিয়ানা উচ্চ বিদ্যালয়, মোঃ ইউনুছ আলী প্রভাষক, সঈদপুর বাজার ফাজিল মাদরাসা, মোঃ আব্দুল মান্নান ভূইয়া সিনিয়র শিক্ষক, ঘোলডুবা উচ্চ বিদ্যালয়, জাফরান আহমদ সহঃ সুপার, ফুলতলী দাখিল মাদরাসা, মোঃ ইদ্রিছ আলী সহ সুপার, রুস্তমপুর দাখিল মাদরাসা, গিয়াস উদ্দিন সহঃ প্রঃ শিঃ গোপলার বাজার উচ্চ বিদ্যালয়, শংকর দত্ত    রাগিব রাবেয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, মোঃ আবুল কাশেম সিনিয়র শিক, দিনারপুর উচ্চ বিদ্যালয়, শেখ আব্দুল আজিজ সহ প্রধান শিক্ষক, বনকাদিপুর উচ্চ বিদ্যালয়, শাহিনুর রহমান সিনিয়র শিক্ষক, ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়, মোঃ লোকমান খাঁন সহ মৌলভী রুস্তমপুর দাখিল মাদরাসা, এ,কে,এম, মঞ্জুরুল হক সহ শিক্ষক কাজীগঞ্জ বাজার দাখিল মাদরাসা, মোঃ শাহীনুর রহমান সিঃ শিক্ষক, বাগাউড়া উচ্চ বিদ্যালয়, মোঃ আলী আকবর প্রভাষক, তাহিরপুর আলিম মাদরাসা, মোঃ আজগর আলী সিঃ শিক্ষক তাজ উদ্দিন কুরেশী উচ্চ বিদ্যালয়, অর্থ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান অধ্যক্ষ মুকিমপুর আলিম মাদরাসা, সহকারী অর্থ সম্পাদক  মোঃ মুস্তাকিম বিল্লাহ সহ শিক্ষক তাজ উদ্দিন কুরেশী উচ্চ বিদ্যালয়, অফিস সম্পাদক মোঃ নুরুল ইসলাম, সহ সুপার, নহরপুর দাখিল মাদারাসা, সহ অফিস সম্পাদক গণ হলেন রতন মনি দাশ সহ শিক্ষক এস.এন.পি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, মোঃ ইব্রাহীম মিয়া জুনিঃ মৌলভী নহরপুর দাখিল মাদরাস, মোঃ আযাদুর রহমান সহঃ শিক্ষক, রাজরানী সুভাষিনী উচ্চ বিদ্যালয়, মোঃ রুহুল আমীন সহঃ শিক্ষক, নহরপুর দাখিল মাদারাসা, মোঃ তৌহিদুর রহমান সহঃ মৌলভী, দিনারপুর আইনগাও দাঃ মাদরাসা, মহসিন আলী সহঃ শিক্ষক, রাজরানী সুভাষিনী উচ্চ বিদ্যালয়, মোঃ শামছুল আলম সহঃ শিক্ষক, তাহিরপুর এন,ই আলিম মাদরাসা, আঃ নুর সঈদপুর বাজার ফাজিল ডিগ্রি মাদারাসা, তথ্য ও যোগাযোগ সম্পাদক মোঃ আব্দুর রহীম সহঃ মৌলভী, কাজীগঞ্জ বাঃ দাঃ মাদরাসা,  সহ-তথ্য ও যোগাযোগ সম্পাদক মোঃ মাহমুদুর রহমান সহঃ শিক্ষক, বনকান্দিপুর আমজদ আলী উচ্চ বিদ্যালয়, মাহমুদুর রহমান সহঃ শিক্ষক, নাদামপুর উচ্চ বিদ্যালয়, সুজন চন্দ্র দেব সহঃ শিক্ষক, সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়, কাওছার আহমদ সহ মৌলভী ফুলতলী দাখিল মাদরাসা, শাহীন মিয়া সহঃ শিক্ষক, মতিউর রহমান উচ্চ বিদ্যালয়, মহিলা বিষয়ক সম্পাদক শুকা দেবনাথ প্রধান শিক্ষক, আজিজ হাবীব উচ্চ বিদ্যালয়, সহ-মহিলা বিষয়ক সম্পাদক গণ হলেন মরিয়ম আক্তার সহঃ প্রধান শিক্ষক নাদামপুর উচ্চ বিদ্যালয়, সৈয়দা মেহজাবিন আক্তার সহঃ শিক্ষক, সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়, হাসি রানী বনিক সহঃ শিক্ষক, দিনারপুর উচ্চ বিদ্যালয়, সাংস্কৃতিক সম্পাদক মোঃ আব্দুস শহীদ সহঃসুপার, মোস্তফাপুর দাখিল মাদরাসা, সহঃ সাংস্কৃতিক সম্পাদক আব্দুল মালেক সহঃ শিক্ষক, দীঘলবাক উচ্চ বিদ্যালয়, সাহিত্য সম্পাদক মোঃ আব্দুল জলিল সহঃ অধ্যাপক, মুকিমপুর আলিম মাদরাসা, সহঃ সাহিত্য সম্পাদক  গণ হলেন, মোঃ আব্দুল মালেক সহঃসুপার, পাঞ্জারাই দাখিল মাদরাসা, মোঃ আঞ্জব আলী ঘোলডুবা উচ্চ বিদ্যালয় এন্ড ভোকেশনাল, বিপ্লব রঞ্জন বিশ্বাষ সহঃ লাইব্রেরীয়ান, তাজ উদ্দিন কুরেশী উচ্চ বিদ্যালয়, ধর্ম বিষয়ক সম্পাদক শামছুজ্জামান  মৌজুদী সুপার, কশবা দাখিল মাদরাসা, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক গণ হলেন মোঃ জয়নাল আবেদীন সহঃ শিক্ষক, ঘোলডুবা উচ্চ বিদ্যালয়, মনছুর আহমদ আযাদ সহঃ শিক্ষক, হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়, হোসাইন আহমদ মৌজুদী সহঃ মৌলভী তাহিরপুর আলিম মাদরাসা, নীল মনি গোপ সিনিয়র শিক্ষক, গোপলার বাজার উচ্চ বিদ্যালয়, কানু মনি সরকার সহঃ শিক্ষকঃ বিবিয়ানা উচ্চ বিদ্যালয়, নির্বাহী সদস্য    গণ হলেন মোঃ আলতাফ উদ্দীন সহঃ অধ্যাপক তাহিরপুর আলীম মাদরাসা, মোঃ মকবুল আহমদ প্রভাষক, সঈদপুর বাজার ফাজিল মাদরাসা, মহসিনুর রহমান সহঃশিক নাদামপুর উচ্চ বিদ্যালয়, হরিপদ পাল সহঃ শিক্ষক নাদামপুর উচ্চ বিদ্যালয়, মাহবুব আলম সহঃ শিক্ষক, ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়, আবু ইউসুফ সহঃ শিক্ষক দীঘলবাক উচ্চ বিদ্যালয়, মাসুম আহমদ সহঃ শিক্ষক, নাদামপুর উচ্চ বিদ্যালয়, মোঃ নুরুল আলম প্রধান অফিস সহকারী, সঈদপুর বাজার ফাজিল ডিগ্রি মাদরাসা, মোঃ ফায়জুল ইসলাম অফিস সহাকারী, নহরপুর দাখিল মাদরাসা। প্রধান অতিথি হবিগঞ্জ জেলা সভাপতি লুৎফুর রহমান তিনি তার বক্তব্যে বলেন শিক্ষা ব্যবস্থাকে বেসরকারী রেখে সরকারের ডিজিটাল বাংলাদেশ বির্নিমানের স্বপ্ন যে কোন সময় ভেস্তে যেতে পারে তাই শিক্ষক সমাজ রাজ পথে। আমরা চাই সকল নাগরিকের শিক্ষার সমান অধিকার নিশ্চিত করণ, বিচ্ছিন্নভাবে নয় এক সাথে সকল স্কুল কলেজ মাদ্রাসা জাতীয় করণ বাস্তবায়ন করে স্বল্প খরচে সবার মান সম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। এ দাবি দ্রুত বাস্তবায়নে আমরা কেন্দ্রের যে কোন কর্মসূচি সফল করতে সকল প্রকার ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছি।


     এই বিভাগের আরো খবর