,

চুনারুঘাটে ৪র্থ শ্রেণী কর্মচারীদের সমস্কেল বাস্তবায়নের দাবীতে গ্রাম পুলিশের মানববন্ধন ও স্মারকলিপি

চুনারুঘাট প্রতিনিধি ॥ একতা শান্তি শৃংখলা এই শ্লোগানকে সামনে নিয়ে স্থানীয় সরকার মন্ত্রনালয়াধীন ইউনিয়ন পরিষদের স্থানীয় আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য গ্রাম পুলিশের ৪র্থ শ্রেণীর কর্মচারীদের ন্যায় সমস্কেল বাস্তবায়নের দাবীতে মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বরাবরে স্মারক লিপি প্রদান করা হয়েছে। গতকাল ৭ই জানুয়ারী রবিবার দুুুপুর সাড়ে ১২ ঘটিকায় বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা শাখার উদ্যোগে উপজেলার সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ গ্রাম পুলিশ  কর্মচারী ইউনিয়ন হবিগঞ্জ জেলার সভাপতি মোঃ ইউনুছ মিয়া, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর মিয়া, অর্থ সম্পাদক মোঃ  ইউসুফ আলী জিতু, চুনারুঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ লৎফুর রহমান মহালদার, চুনারুঘাট পৌরসভার মেয়র মোঃ নাজিম উদ্দিন শামছু, সাংবাদিক আকরামুল ইসলাম, মোঃ বাবুল মিয়া, মোঃ হুমায়ুন তালুকদার, মোঃ ইউনুছ মিয়া, বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন চুনারুঘাট থানা শাখার সভাপতি মোঃ মোতাব্বির মিয়া, সাধারণ সম্পাদক মোঃ ফারুক মিয়া, সমাজ কল্যাণ সম্পাদক অন্তর তাঁতীসহ বাংলাদেশ গ্রাম পুুলিশ কর্মচারী ইউনিয়নের চুনারুঘাট থানা শাখার সকল সদস্য ও কার্যকারী সদস্যবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্য মান্য ব্যক্তিবর্গ সহ আরও অনেকে। বক্তারা বলেন, অবিলম্বে বাংলাদেশ গ্রাম পুলিশ ইউনিয়নের সকল দাবী দ্রুত বাস্তবায়ন করতে হবে। সরকারী সকল সুযোগ-সুবিধা দিতে হবে।


     এই বিভাগের আরো খবর