,

হবিগঞ্জে টমটমের চাকার সাথে ওরনা পেছিয়ে গৃহবধূর মৃত্যু

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ সদর উপজেলার চরহামুয়া গ্রামে টমটমের চাকার সাথে উড়না পেচিয়ে ৪ সন্তানের জননী জমিলা বেগম (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার বিকেলে এ দূর্ঘটনা ঘটে। তিনি চরহামুয়া গ্রামে তার পিত্রালয় থেকে টমটমযোগে শ্বশুর বাড়ি বাহুবল উপজেলার কাজিহাটা গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে সড়কে টমটমের চাকার সাথে ওরনা পেচিয়ে গেলে তিনি অচেতন হয়ে পড়েন। টমটমের অন্যান্য যাত্রীরা জমিলাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জমিলা ওই গ্রামের শুকুর আলীর কন্যা। জানা যায়, ৮ বছর আগে কাজিহাটা গ্রামের ব্যবসায়ী বাচ্চু মিয়ার সাথে তার বিয়ে হয়। বিয়ের পর তাদের ৪ সন্তান জন্মগ্রহণ করে। গত ১ জানুয়ারি জমিলা চরহামুয়া গ্রামে তার পিত্রালয়ে এসেছিলেন। পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এদিকে দূর্ঘটনার পর
থেকেই চালক মখলিছ মিয়া সটকে পড়েছে। এ ব্যাপারে সদর থানার ওসি (তদন্ত) ডালিম আহমেদ জানান, লাশটি মর্গে রাখা হয়েছে। অভিযোগ না থাকলে পরিবারের জিম্মায় দেয়া হবে।


     এই বিভাগের আরো খবর