,

নবীগঞ্জে সাংবাদিক রাকিলের বাড়ীতে হামলার ঘটনায় দিলবার ও নুর আলীর জামিন না-মঞ্জুর

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক রাকিল হোসেনের বাড়ীতে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় লন্ডন প্রবাসী দিলবার হোসেন ও ইনাতগঞ্জ ইউপি যুবদলে সভাপতি নুর আলীর জামিন নামঞ্জুর করেছেন মাননীয় আদালত। গতকাল সোমবার তারা জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সম্পা জাহানের আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত তাদের জামিন না মঞ্জুর করেন। গত রবিবার উক্ত মামলার অন্যআসামীরা জামিন লাভ করেন। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট আবুল ফজল, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, হবিগঞ্জ পৌর আওয়ামীলীগের
সাধারন সম্পাদক এডভোকেট নিলান্দ্রী শেখর পুরকায়স্থ টিটু, জেলা আওয়ামীলীগের সদস্য ও জেলা পরিষদের সদস্য এডভোকেট সুলতান মাহমুদ, সাংবাদিক রুহুল হাসান শরীফ, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট গতি গোবিন্দ দাশসহ ১৫/২০ জন আইজীবি অংশ গ্রহণ করেন। আসামী পক্ষে আইনজীবি ছিলেন এডভোকেট মোঃ নজরুল ইসলাম, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান কাজলসহ ৪/৫ জন আইনজীবি। উল্লেখ্য, গত ৩ জানুয়ারী উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের প্রজাতপুর গ্রামে একটি রাস্তা পরিদর্শনকে কেন্দ্র করে দিলবার হোসেনের নেতৃত্বে সাংবাদিক রাকিল হোসেনের বাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাট করা হয়। এ ঘটনায় ওই দিনই রাকিল হোসেনের চাচাতো ভাই শামীনুর রহমান বাদী হয়ে দিলবার নুর আলী গংদের আসামী করে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর ওই দিন রাতেই নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস.এম আতাউর রহমান ঘটনা স্থল পরিদর্শন করে সত্যতা পেয়ে এবং আসামীদের বিরুদ্ধে মামলা গ্রহন করেন। পরে ওসি’র নির্দেশে মামলার তদন্তকারী কর্মকর্তা ইনাতগঞ্জ ফাঁড়ীর পুলিশ পরিদর্শক সামছুদ্দিন খাঁনের নেতৃত্বে একদল পুলিশ আসামীদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। গতকাল জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সম্পা জাহানের আদালতে হাজির হয়ে লন্ডন প্রবাসী দিলবার হোসেন ও নুর আলী জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।


     এই বিভাগের আরো খবর