,

সরকারি বৃন্দাবন কলেজের সাবেক অধ্যক্ষ বিজিত ভট্টাচার্য্য ও ক্যাশিয়ার বাবুল মিয়ার বিরুদ্ধে দুদকের মামলা

রফিকুল হাসান চৌধুরী তুহিন ॥ বিধি মোতাবেক বিপুল পরিমান অর্থ সংশ্লিষ্ট খাতে ব্যায় না করা, ব্যাংক হিসাবে জমা না দেয়া, ভাউচার দাখিল না করা, আয়-ব্যায় ক্যাশ বইতে এন্ট্রি না দেয়াসহ আদায় রেজিষ্ট্রার ও ক্যাশ বহি প্রতারনামূলকভাবে বিনস্ট ও গায়েব করার দায়ে হবিগঞ্জ বৃন্দাবন সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ এবং বর্তমানে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজ রসায়ন বিভাগের প্রধান বিজিত কুমার ভট্রাচার্য্যের বিরুদ্ধে কোটি টাকার মামলা হয়েছে। প্রায় ১ কোটি ৯১ লাখ ১ হাজার ৮’শ ৪ টাকা আত্মসাতের অভিযোগ এনে অধ্যক্ষ সহ বৃন্দাবন সরকারী কলেজের ক্যাশিয়ার বাবুল মিয়ার বিরুদ্ধে মঙ্গলবার সন্ধ্যায় স্বশরীরে উপস্থিত হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় দন্ডবিধি’র ৪০৯/৪২০/৪৭৭/৪৭৭(ক)/১০৯ধারা এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় ওই মামলাটি দায়ের করেন হবিগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয়ের (দুদক) এর উপ-পরিচালক মলয় কুমার সাহা। এ সময় উপস্থিত ছিলেন, দুদক নিয়ন্ত্রিত জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির মেম্বার সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিনসহ সংশ্লিস্ট কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাগণ। অভিযুক্ত আসামী অধ্যক্ষ বিজিত কুমার সিলেট জেলার গোয়াইঘাট উপজেলাধীন নিয়াওল গ্রামের মৃত বিনোদ বিহারী ভট্রাচার্য্যের পুত্র এবং ক্যাশিয়ার বাবুল মিয়া হবিগঞ্জ জেলার বানিয়াচঙ্গ উপজেলাধীন প্রথম রেখ গ্রামের মৃত ফিরোজ উল্লাহ’র পুত্র এবং সে বর্তমানে হবিগঞ্জ শহরতলীর তেঘরিয়ার এলাকার বাসিন্দা। মামলার সংক্ষিপ্ত বিবরণ ও সংশ্লিষ্ট উপ-পরিচালক এর ভাষ্যানুযায়ী, উক্ত অধ্যক্ষ ও ক্যাশিয়ার পরস্পর যোগসাজশে অর্পিত ক্ষমতার অপব্যবহাবের মাধ্যমে অবৈধ লাভ ও লোভের বশবর্তী হয়ে হবিগঞ্জ বৃন্দাবন সরকারী কলেজের শিক্ষার্থীদের নিকট হতে বিভিন্ন খাতের ফি বাবদ আদায়কৃত ওই পরিমান টাকা নানা পন্থায় আত্মসাত করেন। এদিকে এই মামলাটি হবিগঞ্জ সদর মডেল থানায় দায়েরের পর সংশ্লিষ্ট কলেজের শিক্ষার্থী-শিক্ষক ও সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ তা টক অব দ্যা টাউনে পরিনত হয়েছে।


     এই বিভাগের আরো খবর