,

নবীগঞ্জ থানার সফল ওসি আতাউর রহমান

মোঃ জসিম তালুকদার ॥ ১৯৮৪ইং সাল হইতে ২০১৮ইং সাল পর্যন্ত ৩৫ বছরের থানার রেকর্ড গড়তে যাচ্ছেন ওসি এস.এম আতাউর রহমান। ১৯৮৪ইং সালে মোঃ এটি এম. তারেক নবীগঞ্জ থানার পুলিশ ইন্সপেক্টর হিসাবে ১ম অফিসার ইনচার্জের দায়িত্ব গ্রহন করেন। এ যাবত ৩১ জন ওসি নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসাবে দায়িত্ব পালন  করিয়া গিয়াছেন। গত ১১-০২-২০১৭ইং সালে এস.এম আতাউর রহমান ৩২ নং ওসি হিসাবে নবীগঞ্জ থানার দায়িত্ব গ্রহন করেন। এর পূর্বে চট্রগ্রামের বাঁশখালী থানা ও লোহাগড়া থানা এবং পাঁচলাইশ মডেল থানা এছাড়া সিলেটের দক্ষিণ সুরমা থানায় দায়িত্ব পালন করেছেন। ওসি এস.এম আতাউর রহমান সকল সাধারণ মানুষের নিকট আস্থাভাজন হিসেবে পরিচিত হয়ে উঠেছেন। তিনি নিরপেক্ষ র্নিদলীয় এবং নিলোর্ভ মানসিকতা নিয়ে শুরু থেকে পেশাগত দায়িত্ব পালন করিয়া আসছেন। তিনি আসার পর থেকে অন্যায় ভাবে কোন নিরপরাধ কোন লোক হয়রানির স্বীকার হয় নাই। এবং দালাল মুক্ত থানা বলিয়া জনশ্রুতি রহিয়াছে। বিশেষ করে ক্ষমতাসীন দলের সকল অঙ্গ সংগঠন ও বিবদমান গ্রুপের সহিত সু-সর্ম্পক ও আস্থা রয়েছে। তিনি কোন গ্রুপের নিকট কাবু হন নাই। এমনকি বিরোধী রাজনৈতিক দলের কোন নেতা কর্মী তাহার দ্বারা ক্ষতিগ্রস্থ হয় নাই। এর কারণেই নবীগঞ্জ থানার আইন শৃংখলা ভাল রয়েছে। যাতে মিথ্যা মামলা না হয় সে বিষয়ে তিনি নিজে সরজমিনে গিয়ে তথ্য উদঘাটনের চেষ্টা করেন। এ অবস্থায় এখন পর্যন্ত তাহার বিরুদ্ধে কেহ কোন অন্যায় অভিযোগ উত্তাপন করতে পারেন নাই। বিশেষ করে সাংবাদিকদের সাথে সু-সর্ম্পক রয়েছে। যদিও তাহার শুরু থেকে নবীগঞ্জে ২/৩ টি গ্রুপ ছিল সাংবাদিকদের মধ্যে কিন্তু ওই সময়ে তিনি সবাইকে নিয়ে মিলে মিশে কাজ করার চেষ্টা করছেন। বর্তমান এমপি এম.এ মুনিম চৌধুরী বাবু, হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন, জেলা আওয়ামীলীগ নেতা দেওয়ান মিলাদ গাজী, উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম উপজেলার প্রায় ১৩টি ইউনিয়নের চেয়ারম্যান ও সুধীজনসহ সকলের সাথে মিলে কাজ করে যাচ্ছেন। উদাহরণ হিসেবে যোগদান করার সাথে সাথে কাবা শরিফের উপর হুলুমানের মুর্তি বসিয়ে তার নিজ ফেইজবুকে আপলোড করে ইনাতগঞ্জের রজত। মুসলমান ধর্মের উপর আঘাত করার কারণে রজতের দোকান ভাংচুর, মানব বন্ধনসহ অনেক কর্মসূচি ঘোষনা করেন আলেম সমাজ ও ধর্মপ্রান মুসলমান। এটা তিনি নিজের দক্ষতায় সামাল দিয়ে উত্তেজিত মুসল্লীদের আস্থা অর্জন করেন, আলীপুর, তিমিরপুর ২৬ গ্রাম বনাম ২৮ গ্রামের জনগনের মধ্যে সিএনজি শ্রমিক, বাস শ্রমিক ও রসূলগঞ্জ বাজার ব্যবসায়ীদের মধ্যে ত্রিমুখী সংর্ঘষের ঘটনাটি নিজ উদ্যোগে স্থানীয় জনপ্রতিনিধিদের জড়িত করে সমাধান করার উদ্যোগ গ্রহন, আউশকান্দি-কুর্শি সিএনজি শ্রমিক, করগাও-নবীগঞ্জ সিএনজি শ্রমিকদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ, নবীগঞ্জ পৌর এলাকার কানাইপুরস্থ হ্যালিপ্যাডে বানিজ্য মেলার নামে র‌্যাফেল ড্র ও অশ্লীল নাচ গানের আয়োজনের প্যান্ডেল নির্মান করার পরও ভন্ডুল করে দেন এলাকার মুসল্লী ও ধর্মপ্রাণ মানুষদের দাবীর প্রেক্ষিতে, মোহাম্মদপুর মসজিদের ইমাম নিয়ে বিরোধ সমাধান, জায়গা সংক্রান্ত দখল বেদখল বন্ধ রয়েছে। যেভাবে ছিল সেই ভাবেই রয়েছে। বিশেষ করে যে কোন ঘটনা জানার সাথে সাথে পুলিশের উপস্থিতি নিশ্চিত করছেন।


     এই বিভাগের আরো খবর