,

হবিগঞ্জ শহরে দিনের বেলায় মালবোঝাই ট্রাক ও ট্রাক্টর চলাচল

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ শহরের প্রধান সড়ক দিয়ে দিনের বেলা প্রবেশ করছে মালবোঝাই ট্রাক ও ট্রাক্টরসহ ভারী যানবাহন। এতে প্রধান সড়কে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। বাড়ছে জনদূর্ভোগ। ঘটছে ছোটখাটো দূর্ঘটনা। আইন শৃংখলা কমিটির সভার সিদ্ধান্ত হয় সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত শহরের প্রধান সড়কে কোন ভারী যানবাহন প্রবেশ করতে পারবে না। অথচ এ আদেশ উপেক্ষা করে কতিপয় ট্রাফিক পুলিশ দিনের বেলা এ সব যানবাহন শহরে প্রবেশের সুযোগ করে দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সদর থানার এসআই হাসানুজ্জামান শায়েস্তানগর ট্রাফিক পয়েন্ট এলাকা থেকে মালবোঝাই ৩ টি ট্রাক্টর ও ১ টি ট্রাক আটক করে। এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে চালক আল আমিন ও শিপনসহ অজ্ঞাত কয়েকজনকে আসামী করে পৃথক ৩টি মামলা দায়ের করে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন চালক জানান, ট্রাফিক পুলিশকে মাসোহারা দিয়ে দিনের বেলা ট্রাক্টর নিয়ে প্রবেশ করছেন। এ জন্য তাদেরকে এক ধরণের টোকেন দেয়া হয়। যাদের টোকেন নেই তাদেরকেই আটক করা হয়। তারা জানান, টোকেনের মাধ্যমে বর্তমানে নম্বরবিহীন ৫ শতাধিক সিএনজি চলাচল করছে। শিক্ষার্থীরা জানান, ট্রাক ও ট্রাক্টরের বিকট শব্দে তাদের পড়ালেখা বিঘœ ঘটছে অন্যদিকে ঘটছে দূর্ঘটনা। তারা অবিলম্বে এর প্রতিকার দাবি করেন।


     এই বিভাগের আরো খবর