,

নবীগঞ্জে যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল নবীগঞ্জ উপজেলার দেবপাড়া বাজারে শুভ উদ্বোধন হল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এটি অনলাইন র্ট্যুস এন্ড ট্রাভেল্স এর সহযোগী প্রতিষ্ঠান হিসাবে   নবীগঞ্জ উপজেলায় প্রথম যাত্রা শুরু করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যুব উন্নয়ন শক্তিশালী শাখা হিসাবে কাজ করবে বলে আশা ব্যক্ত করেছেন প্রতিষ্ঠানের পরিচালক দেওয়ান ওহী গাজী। তিনি জানান আমরা স্বল্প খরচে বিভিন্ন মেয়াদে কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে  সুযোগ করে দিচ্ছি। ফারহান আরিফ ও দেওয়ান বোরহান গাজীর যৌথ পরিচালনায় দুপুর দুই ঘটিকায় প্রতিষ্ঠানটি উদ্বোধন করার আগে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা শাহ আব্দুস সালাম, হাফিজ মাওলানা মুতাওয়াক্কিল বিল্লাহ, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা ইলিয়াস আহমদ, মাওলানা সাইফুর রাহমান খাঁন, দেবপাড়ার সাবেক ইউপি সদস্য মোঃ জয়নাল খাঁন, বর্তমান ইউপি সদস্য মোঃ শিবলু মিয়া, আবুল কালাম, মোস্তাক আহমদ, মোঃ মুহিবুল হক, নুরুল আহমদ, জাহেদ মিয়া, হুমায়ূন কবির, প্রমূখ। প্রধান অথিতির বক্তব্যে বলেন তথ্য প্রযুক্তির যুগে ছাত্র ছাত্রীদের কম্পিউটার প্রশিক্ষণ খুবই জরুরী-যা ডিজিটাল বাংলাদেশ গড়ার সহায়ক হিসাবে এই প্রতিষ্ঠানটি কাজ করবে বলে আমি আশা করি। তিনি অনলাইন র্ট্যুস এন্ড ট্রাভেল্স ও যুব উন্নয়নের প্রশংসা করার পাশাপাশি  উভয় প্রতিষ্ঠানের সার্বিক সফলতা কামনা করেন। উদ্বোধন শেষে সবাইকে নিয়ে মোনাজাত পরিচালনা করেন দেবপাড়া বাজার জামে মসজিদের খতিব হাফিজ মাওলানা শায়েখ ফজলুর রাহমান।


     এই বিভাগের আরো খবর