,

ওরস ও মেলা-বান্নিসহ বিভিন্ন অনুষ্ঠানে সাউন্ড সিস্টেমের ব্যবহার অতিরঞ্জিত না হয় সে ব্যাপারেও প্রশাসনকে সতর্ক থাকতে হবে ॥ এমপি এডভোকেট আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা আইন-শৃংখলা কমিটির উপদেষ্টা এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, বর্তমান সরকারের আমলে হবিগঞ্জের আইন-শৃংখলা ব্যবস্থার ব্যাপক উন্নতি হয়েছে। হবিগঞ্জের মানুষ দলমত নির্বিশেষে তাদের দৈনন্দিন কর্মকান্ড নির্বিঘেœ চালিয়ে যেতে পারছেন। কিন্তু কিছু দুস্কৃতিকারীরা সবসময় শান্তির জেলা হবিগঞ্জকে দেশবাসীর সামনে হেয় করতে আইন-শৃংখলা ব্যবস্থার অবনতি ঘটানোর পায়তারায় লিপ্ত থাকে। তাদের
ব্যাপারে প্রশাসনকে সতর্ক থাকতে হবে। গতকাল রবিবার সকালে হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃংখলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন। এমপি আবু আবু জাহির আরো বলেন, হবিগঞ্জে অনুষ্ঠিত উন্নয়ন মেলায় জনসাধারণের অংশগ্রহনেই প্রমাণ করে বর্তমান সরকার সকল ক্ষেত্রে সফলতা অর্জন করেছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আইন-শৃংখলা ব্যবস্থা স্বাভাবিক রাখতে হবে। এমপি আবু জাহির বলেন, বিএনপির নেতারা আইন-শৃংখলার ব্যাপারে প্রশ্ন তুলে মানুষকে বিভ্রান্ত করে। শুধু তাই নয়, দেশের মানুষ শান্তিতে থাকুক এটা তারা চায় না। এছাড়া শীতকালে হবিগঞ্জের হাওরাঞ্চলে গ্রাম্য দাঙ্গা-হাঙ্গামা একটু বেড়ে যায়। গ্রাম্য দাঙ্গা রোধে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে কথা বলে ব্যবস্থা নিতে তিনি পুলিশ প্রশাসনের প্রতি নির্দেশ দেন। এ সময় তিনি বলেন, কিছুদিনের মধ্যেই আমাদের ছেলে-মেয়েরা এসএসসি পরীক্ষায় অংশ নেবে। সেক্ষেত্রে জেলার বিভিন্ন স্থানে ওরস মোবারক ও মেলা-বান্নিসহ বিভিন্ন অনুষ্ঠানে সাউন্ড সিস্টেমের ব্যবহার যাতে অতিরঞ্জিত না হয় সে ব্যাপারেও প্রশাসনকে সতর্ক থাকতে হবে।  এমপি আবু জাহির বলেন, হবিগঞ্জ শহরসহ জেলার সকল পৌরসভার দায়িত্ব শহরকে পরিস্কার রাখা। তাই নাগরিকদের সুবিধার্তে সকল পৌর কর্তৃপক্ষকে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার জন্য বলেন এমপি আবু জাহির। তিনি আরো বলেন, সমাজে মাদক একটি অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। মাদকসেবীরাই ধীরে ধীরে চুরি-ডাকাতিসহ বড় ধরনের অপরাধের সাথে জড়িত হয়। তাই মাদক নির্মুলে পুলিশকে আরো কঠোর হতে হবে। জেলা প্রশাসক মনীষ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার আসম সামছুর রহমান ভূইয়াসহ জেলার বিভিন্ন স্থান থেকে আসা জনপ্রতিনিধি, পুলিশ, বিজিবি ও র‌্যাবের কর্মকর্তাসহ আইন-শৃংখলা কমিটির সকল সদস্যবৃন্দ।


     এই বিভাগের আরো খবর