,

এমপি কেয়া চৌধুরীর উপর হামলা মামলায় তারা মিয়া ও শাহেদের জামিন না মঞ্জুর

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার মিরপুরে সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর উপর হামলার মামলায় নব-নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তারা মিয়া, জেলা পরিষদ সদস্য ও আওয়ামীলীগ নেতা আলাউর রহমান শাহেদ এবং আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিনের জামিন না মঞ্জুর হয়েছে আদালত। গত বুধবার বিকেলে জেলা ও দায়রা জজ আতাবুল্লাহ’র আদালত জামিন না মঞ্জুর করেন। আদালত সূত্রে জানা যায়, নিম্ন আদালতে জামিন না পেয়ে কারাগারে থাকা তিন আসামী জেলা ও দায়রা জজ আদালতে জামিন প্রার্থনা করেন। আসামীদের পক্ষে ১৫/২০ জন আইনজীবি জামিন প্রার্থনা করে জামিনের বিভিন্ন যুক্তি তুলে ধরে শুনানী করেন। বাদী পক্ষে জামিনের বিরোধীতা করেন সংসদ সদস্য কেয়া চৌধুরীর ভাই এডভোকেট ফয়জুর বশীর চৌধুরী সুজন। দীর্ঘ শুনানী শেষে বিজ্ঞ বিচারক জামিন না মঞ্জুর করেন। আসামী পক্ষের আইনজীবী এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটো জানান, আসামীরা দীর্ঘদিন যাবত কারাগারে রয়েছে। পাশাপাশি আইনগতভাবে তাদের জামিনের যৌক্তিকতা তুলে ধরা হয়। এখন তারা উচ্চ আদালতে জামিনের চেষ্টা করবেন। বাদী পক্ষের আইনজীবী এডভোকেট ফয়জুল বশীর চৌধুরী সুজন জানান, আসামী তারা মিয়া ও শাহেদ হাই কোর্ট এর তিনটি বেঞ্চে জামিন চেয়ে ব্যর্থ হয়। পরে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। নারী জনপ্রতিনিধিদের উপর হামলা এবং সরকারী কাজে বাধা দেয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তাই তারা জামিনের বিরোধীতা করেন। তিনি আরও জানান, আসামীরা উচ্চ আদালতে যাওয়ার জন্য নকলের আবেদন করেছে বলে তিনি শুনেছেন। ৫ ডিসেম্বর রাত সাড়ে ১১টায় হবিগঞ্জের একদল ডিবি পুলিশ ঢাকার কদমতলীর একটি বাসা থেকে তারা মিয়া ও শাহেদকে গ্রেফতার করে। এর আগে গ্রেফতার করা হয় জসিম মিয়াকে। উল্লেখ্য, গত ১০ নভেম্বর বিকেলে মিরপুর বেঁদে পল্লীতে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে সরকারী সহযোগিতা প্রদানের লক্ষ্যে সংরক্ষিত সিলেট-হবিগঞ্জ আসনের সংসদ সদস্য কেয়া চৌধুরীর একটি অনুষ্ঠান আয়োজন করে সমাজসেবা অফিস। উক্ত অনুষ্ঠানে হামলা চালায় তারা মিয়া ও আলাউর রহমান শাহেদের নেতৃত্বে একটি দল। এ সময় সংসদ সদস্য কেয়া চৌধুরীকে লাঞ্ছিত করা হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন। পরে আহত হওয়া মহিলা আওয়ামী লীগ নেত্রী ও ইউপি সদস্য পারভিন আক্তার বাদি হয়ে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।


     এই বিভাগের আরো খবর