,

সামাজিক অবক্ষয় রোধে প্রশাসনের সাথে জনপ্রতিনিধিদেরও কাজ করতে হবে ॥ আইন-শৃংখলা কমিটির সভায় এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, যারা মাদকের সাথে জড়িত তারাই চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত হয়ে যায়। তাদের ব্যাপারে প্রশাসনকে আরো কঠোর হতে হবে। এছাড়া জেলা ও উপজেলা আইন-শৃংখলা কমিটির পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে যদি আইন-শৃংখলা কমিটির সভা আহবান করা হয়, তাহলে হবিগঞ্জের আইন-শৃংখলা স্বাভাবিক রাখার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। গতকাল বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ সদর উপজেলা আইন-শৃংখলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন। এমপি আবু জাহির আরো বলেন, সর্বোপরি হবিগঞ্জের আইন-শৃংখলা ব্যবস্থা ভাল রয়েছে। তবে সামাজিক অবক্ষয় রোধে প্রশাসনের পাশাপাশি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ সকল জনপ্রতিনিধিদের একযোগে কাজ করতে হবে। তিনি আরো বলেন, সামনে এসএসসি পরীা অনুষ্ঠিত হবে। সেই েেত্র বাণিজ্য মেলা ও বিভিন্ন ¯’ানে অনুষ্ঠিতব্য ওরস মাহফিলে যাতে আইন মেনে সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয় সে ব্যাপারে প্রশাসনকে সতর্ক থাকতে হবে। এছাড়াও সড়ক দুর্ঘটনা এড়াতে ব্যাটারি চালিত রিক্সা এবং টমটম যাতে ট্রাফিক আইন মেনে চলে সে ব্যাপারে ভূমিকা রাখতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি নির্দেশ দেন এমপি আবু জাহির। এছাড়াও বিভিন্ন সিদ্ধান্তের পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে আইন-শৃংখলা কমিটির সভা আহবানের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আজহারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মাহবুবর রহমান আউয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, বিটিভির জেলা প্রতিনিধি মোঃ আলমগীর খান, হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হক, শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাজিম উদ্দিন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাস, এনামুল হক শেখ কামাল, মোঃ আনু মিয়া, মোঃ আক্তার হোসেন, বুলবুল খান, তাজ উদ্দিন আহমেদ তাজ, মিয়া মোঃ ইলিয়াছসহ উপজেলা আইন শৃংখলা কমিটির সকল সদস্যবৃন্দ।


     এই বিভাগের আরো খবর