,

নবীগঞ্জে ইউকে আইসিটি ইন্সটিটিউটের শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ

সেলিম আহমেদ ॥ নবীগঞ্জ ইউকে আইসিটি ইন্সটিটিউট এর জানুয়ারী-জুন, এপ্রিল-জুন ২০১৭ইং সেশনের শিক্ষার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নবীগঞ্জ শহরের বাংলা টাউন এলাকায় উক্ত সদনপত্র বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ ইউকে আইসিটি ইন্সটিটিউট হলো নবীগঞ্জ এ্যাডুকেশন ট্রাষ্ট ইউকে‘র একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উক্ত প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ফয়সল চৌধুরী। নবীগঞ্জ ইউকে আইসিটির সভাপতি সুখেন্দু রায় বাবুলের সভাপতিত্বে ও পরিচালনা কমিটির সদস্য কামরুল হাছানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন, নবীগঞ্জ এ্যাডুকেশন ট্রাষ্ট ইউকে‘র চেয়ারম্যান মোতাহের হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ এ্যাডুকেশন ট্রাষ্ট ইউকে‘র সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, এডভাইজার কাজী মখসুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান নজির মিয়া, নবীগঞ্জ ইউকে আইসিটি ইন্সটিটিউট এর পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ রেজাউল আলম, নবীগঞ্জ ইউকে আইসিটি ইন্সটিটিউট এর শিক্ষিকা পলি জামান চৌধুরী। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন শারমিন চৌধুরী ও রুবেল চন্দ্র রায়। প্রধান অতিথি নবীগঞ্জ এ্যাডুকেশন ট্রাষ্ট ইউকে‘র চেয়ারম্যান মোতাহের হোসেন চৌধুরী বলেন, বাংলাদেশকে বিশ্বের সাথে তালমিলিয়ে চলতে হয়ে আইসিটি শিক্ষার গুরুত্ব অনেক বেশি তাই আমরা নবীগঞ্জ এ্যাডুকেশন টাষ্ট ইউকে‘র অর্থায়নে অচিরেই আমাদের নিজস্ব জায়গায় ভবন নির্মাণ করে কম্পিউটারের আরো বিভিন্ন কোর্স চালো করব। উক্ত অনুষ্ঠানে নবীগঞ্জ ইউকে আইসিটি ইন্সটিটিউট‘র জানুয়ারী-জুন, এপ্রিল-জুন সেশনের ৮০ জন শিক্ষার্থীর মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। পরে অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছা জানান শিক্ষার্থীরা।


     এই বিভাগের আরো খবর