,

“রবীন্দ্র গ্রন্থাগারে পড়ি বই, জ্ঞানের আলোয় আলোকিত হই”

প্রেস বিজ্ঞপ্তি ॥ “রবীন্দ্র গ্রন্থাগারে পড়ি বই, জ্ঞানের আলোয় আলোকিত হই” শ্লোগানকে সামনে রেখে বই পড়ায় উৎসাহিত করতে কাজ করে যাচ্ছে “বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার”। এরই ধারাবাহিকতায় শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষে “বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার” কর্তৃক আয়োজিত ও পুষ্প চন্দন সেবা সংঘের সহ যোগীতায় মুক্তাহার গোপাল জিউর আখড়ায় সাধারণ জ্ঞান প্রতিযোগিতার আয়োজন করা হয়। গ্রন্থাগারের পাঠক ফোরামের সভাপতি গৌতম দাশের সভাপতিত্বে ও পূজা কমিটির সভাপতি রতন দাশের পরিচালনায় পরীক্ষা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  প্রধান অতিথি আখড়ার সেবাইত শ্রী সুদাম বৈষ্ণব, বিশেষ অতিথি ইউপি মেম্বার ফনী ভূষন দাশ, উপজেলা যুবলীগ নেতা রূপায়ন দাশ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব রতœদীপ দাস রাজু, রিন্টু দাশ, পরীক্ষক অমল দাশ,  পরীক্ষক নয়ন দাশ, পরীক্ষক রনি দাশ সহ গ্রামের শিক্ষার্থীবৃন্দ। পরীক্ষায় ১ম স্থান অধিকার করে অনিন্দিতা দাশ প্রমা (৮ম), ২য় ১ম স্থান অধিকার করে লিলি দাশ বন্যা (৯ম) এবং স্বপন দাশ (১০ম)।


     এই বিভাগের আরো খবর