,

হবিগঞ্জে মাদক প্রতিরোধে শিক্ষার্থী উদ্বুদ্ধকরন আলোচনা সভা ও পুরস্কার বিতরন

রফিকুল হাসান চৌধুরী তুহিন ॥ ‘নেশা ছেড়ে কলম ধরি-মাদক মুক্ত সমাজ গড়ি’ এমন শ্লোগান নিয়ে হবিগঞ্জে শিক্ষার্থী উদ্বুদ্ধকরন শীর্ষক আলোাচনা সভা, প্রশ্নোত্তর মূলক প্রতিযোগিতা ও পুরস্কার-লিফলেট বিতরন কর্মসূচী শুরু হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন কার্যালয় ও জেলা ‘মাদক বিরোধী শক্তি’র যৌথ উদ্যোগে পৈল ফ্রচ বিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংশ্লিস্ট মাদক বিরোধী শক্তি জেলা শাখার সেক্রেটারী মাহমুদ হোসেনের সঞ্চালনা ও সংশ্লিস্ট বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা কুতুব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংশ্লিস্ট কার্যালয়ের সহকারী পরিচালক তানভীর হোসাইন খান। মুখ্য আলোচক ছিলেন, মাদক বিরোধী শক্তি ঢাকাস্থ কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারী চৌধুরী জান্নাত রাখি। বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ অনলাইন প্রেসকাব সভাপতি রফিকুল হাসান চৌধুরী তুহিন ও শক্তি জেলা শাখার সভাপতি মোঃ মোছাব্বির চৌধুরী রাব্বি। অনুষ্ঠানে মাদকের কুফল সংক্রান্ত নানা দিক তুলে ধরে তা প্রতিরোধে ঘরে-বাইরে সচেতনতা গৃষ্টির জন্য ছাত্র-ছাত্রীদেরকে কাজ করার আহবান জানান বক্তারা। শুধু তাই নয়, সরকারের নিকট ইয়াবা মুক্ত ভবিষ্যত প্রজন্ম গড়ে তুলতে আরও কঠোরভাবে আইন প্রয়োগ শুধু নয় দেশে সিগারেট উৎপাদন আমদানী বন্ধের দাবী জানিয়ে সিগারেটের প্যাকেটে লেখা ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন শ্লোগানকে একটি হাস্যকর পরামর্শ হিসেবে উল্লেখ করে একদিকে সিগারেট বিক্রির অনুমতি, অন্যদিকে এমন পরামর্শ এ যেন জনসাধারনের সাথে মস্করা করার শমিল বলে উল্লেখ করেন বক্তারা। সেই সাথে মাদক, মুক্তিযুদ্ধ, জাতির পিতা বঙ্গবন্ধু সহ নানা বিষয়ের ওপর ছাত্রÑছাত্রীকে প্রশ্ন করে বিজয়ীদের মাঝে পুরস্কার  এবং মাদক বিরোধী লিফলেট বিতরন করা হয়।


     এই বিভাগের আরো খবর