,

হবিগঞ্জের কাশিপুরে সংঘর্ষে নিহতের ঘটনায় গ্রাম পুরুষশূণ্য

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার কাশিপুরে সংঘর্ষে যুবক নিহতের ঘটনায় গ্রামটি পুরুষশূণ্য হওয়ায় একদল দুর্বৃত্ত নির্বিচারে হত্যা করছে গবাদি পশু। গতকাল বুধবার দুপুরে সদর উপজেলার খোয়াই নদীর বড়কান্দি এলাকায় ভাসমান অবস্থায় ৪টি গরু মৃত অবস্থায় পড়ে থাকে। পরে গরুর মালিক সদর উপজেলার কাশিপুর গ্রামের দিলকুশ মিয়ার বাড়িতে খবর দেয়া হলে বাড়িতে কোন পুরুষ না থাকায় মহিলারা গিয়ে গরুগুলো সনাক্ত করে। বিষয়টি তাৎক্ষনিক সদর থানার ওসি মোঃ ইয়াসিনুল হকসহ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল মুকিত চৌধুরীকে অবগত করা হয়েছে। এদিকে এ ঘটনায় কাশিপুর গ্রামসহ আশপাশের মানুষের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন, মানুষ হত্যার প্রতিশোধ নিতে গবাদি পশুকে হত্যা করা হচ্ছে। এটি বর্বরতা ছাড়া কিছুই নয়। প্রসঙ্গত, গত ২১ জানুয়ারি সদর উপজেলার কাশিপুর গ্রামে দুই দল লোকের সংঘর্ষে স্বপন মিয়া (৩০) নামের এক যুবক নিহত হয়। এতে আহত হয় উভয়পক্ষের অন্তত ৩০ জন। এ ঘটনায় ৫৯ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন নিহতের পিতা। মামলার ভয়ে গ্রামের একাংশ পুরুষশূণ্য হয়ে পড়ায় একদল দুর্বৃত্ত গ্রামের বেশ কয়েকটি বাড়িঘরে লুটপাট চালায়। তারা বেশ কয়েকটি বাড়ি থেকে প্রায় ২৫টি গরুসহ কয়েক লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। এর মধ্যে সদর থানার ওসির হস্তক্ষেপে ওই গ্রামের আলী ইসলাম নামের এক ব্যক্তির বাড়ি থেকে লুট হওয়া ৮টি গরু ছেড়ে দেয় দুর্বৃত্তরা। এ ব্যাপারে ওসি ইয়াসিনুল হক জানান, সংঘর্ষে যুবক নিহতের ঘটনায় প্রচলিত আইনে মামলা হয়েছে। গবাদি পশু হত্যা ন্যাক্কারজনক। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


     এই বিভাগের আরো খবর