,

SAMSUNG CAMERA PICTURES

বানিয়াচংয়ে হাওরে এক যুবকের রহস্যজনক মৃত্যু

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলার কাউরিয়াকান্দি হাওরে মিন্টু মিয়া (২২) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে তার পরিবারের দাবি
তাকে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ নিয়ে ধু¤্রজাল সৃষ্টি হয়েছে। মিন্টু ওই গ্রামের সামিদ মিয়ার পুত্র। সূত্র জানায়, গতকাল বুধবার সকালে গ্রামের পার্শ্ববর্তী হাওরে মিন্টু কৃষি কাজ করতে যায়। স্থানীয় লোকজন তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে তার বাড়িতে খবর দেয়। বাড়ির লোকজন সেখানে গিয়ে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। এদিকে চিকিৎসাধীন অবস্থায় বিকালে মিন্টু মারা যায়। লাশের পাশে নিহত মিন্টুর মা আম্বিয়া বেগম জানান, একই গ্রামের নুর মিয়ার সাথে তার স্বামী সামির দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা চলে আসছে। দেড় বছর আগে নুর মিয়ার পুত্র সৈয়দ মিয়া খুন হয়। এ ঘটনায় নুর মিয়া বাদি হয়ে তার পুত্র মিন্টুসহ ১০ জনকে আসামী করে মামালা করে। মিন্টু মিয়া দীর্ঘদিন হাজতবাস করার পর জামিনে মুক্ত হয়। এরপর নুর মিয়ার ভাই সাবেক মেম্বার তাইদুল ইসলামসহ তার লোকজন মিন্টুকে হত্যার ষড়যন্ত্র করে আসছে। তার ধারণা মিন্টুকে তারা মুখে বিষ ঢেলে হত্যার চেষ্টা করেছে। এ ব্যাপারে কর্তব্যরত চিকিৎসক জানান, ধারণা করা হচ্ছে বিষপানে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলেই তার আসল কারণ জানা যাবে। হবিগঞ্জ সদর থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ মর্গে প্রেরণ করে। আম্বিয়া খাতুন আরো জানান, তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন।


     এই বিভাগের আরো খবর