,

নবীগঞ্জে এলজিইডির রাস্তার গাছ কেটে দিয়েছে প্রভাবশালী ॥ এসিল্যান্ড বলেছেন গাছ কর্তনকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে

সুমন আলী খান ॥ নবীগঞ্জ উপজেলায় এলজিইডির রাস্তার পার্শ্বে রোপনকৃত ৬০ হাজার টাকা মূল্যের ৩টি গাছ প্রভাব খাটিয়ে কেটে ফেলার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে ওই উপজেলার দীঘলবাক ইউনিয়নের কামারগাঁও বাজার হতে দুর্গাপুর রাস্তার বনকাদিপুর এলজিইডি সড়কের গ্রামের পার্শ্বে। সুত্রে প্রকাশ, বনকাদিপুর গ্রামের মাওলানা জিল্লুর রহমানের পুত্র মনসুর আহমেদ গত দুদিনে প্রভাব খাটিয়ে ওই স্থানে রোপনকৃত বড় আকারের অনুমান ৬০ হাজার টাকার মুল্যের ৩টি গাছ (একটি বেলজিয়াম ও দুটি রেনটি গাছ) কেটে ফেলে। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার এক লোক জানান, মনসুর আহমেদ এর বিরুদ্ধে কেহ মুখ খুলে কথা বললেই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে বলে কেহ প্রতিবাদ করার সাহস পায়নি।

gach Kartan (2)

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য খালেদ আহমেদ দোলনের কাছ থেকে গাছ কাটার বিষয়টি জানতে চাইলে তিনি বলেন গাছ কাটা হয়েছে সত্য। তবে মনসুর বলছে তার রোপনকৃত গাছ। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গনি ওসমানীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন এলজিইডি সড়কের পার্শ্বে রোপনকৃত গাছ যারা কেটেছে তারা অপরাধ করেছে। অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এব্যাপারে অভিযুক্ত মনসুর আহমেদ এর সাথে মোবাইল ফোনে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি গাছ কেটেছি, তবে আমার মালিকানা ভূমির গাছ কেটেছি।


     এই বিভাগের আরো খবর