,

বর্তমান সরকার শিক্ষা বিস্তারে অসামান্য সাফল্য অর্জন করেছে -এড.আলমগীর চৌধুরী

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট আলমগীর চৌধুরী বলেছেন, সুন্দর ও সুষ্টু শরীর
গঠনে খেলাধুলার বিকল্প নেই। তিনি বলেন, বর্তমান সরকারের ভিশন ২০২১ কে সামনে রেখে শিক্ষাক্ষেত্রে শৃংখলা আনয়নের লক্ষ্যে সুশিক্ষিত ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করছে সরকার। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার বিগত যেকোন সময়ের তুলনায় শিক্ষা বিস্তারে অসামান্য সাফল্য দেখিয়েছেন। শিক্ষার আলোয় এখন আলোকিত পুরো বাংলাদেশ। তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আন্ত:ক্রীড়া প্রতিযোগিতা ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জিয়উল হক এর সভাপতিত্বে মৃনাল কান্তি দাশের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমদ চৌধুরী, সহ-সভাপতি নৃপেশ চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবেল মিয়া, শিক্ষক নেতা পলাশ চন্দ্র দাশ, রাহেল চৌধুরী, রমেশ দাশ, লাভলী রায়, ডলি রায়, বদরুল আলম, সাথী রানী দাশ, লিটন দেবনাথ, প্রভাত ভূষন রায় পিন্টু প্রমূখ। অনুষ্ঠিত প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পৌরসভাসহ উপজেলার প্রতিটি ইউনিয়নের ১টি করে মোট ১৪টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।


     এই বিভাগের আরো খবর