,

নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মত-বিনিময় সভা

স্টাফ রিপোর্টার ॥ নবাগত জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ হবিগঞ্জে কর্মরত সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল হক পাবেলের পরিচালনায় অনুষ্ঠিত মত-বিনিময় সভায় বক্তব্য রাখেন, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপ-সচিব মোঃ সফিউল আলম। এডিসি  (রেভিনিউ) মোঃ নুরুল ইসলাম, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শাবান মিয়া, সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সাবেক সভাপতি রুহুল হাসান শরীফ, সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, সাবেক সভাপতি শোয়েব চৌধুরী, বর্তমান সহ-সভাপতি ইসমাইল হোসেন, সাবেক সহ-সভাপতি আশরাফ উদ্দিন মামুন, দৈনিক জনকন্ঠের সংবাদদাতা রফিকুল হাসান চৌধুরী তুহিন, সাবেক সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান, হবিগঞ্জ প্রেসক্লাবের সদস্য সৈয়দ এখলাছুর রহমান খোকন, সদস্য সায়েদুজ্জামান জাহির, ৭১ টিভির জেলা প্রতিনিধি শাকিল চৌধুরী, সদস্য শরীফ চৌধুরী, সদস্য জিয়া উদ্দিন দুলাল, সদস্য শফিকুল ইসলাম চৌধুরী, সদস্য আবু হাসিব খান চৌধুরী পাবেল, সদস্য এসএম সুরুজ আলী, হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর, যমুন টিভির হবিগঞ্জ প্রতিনিধি প্রদীপ দাস সাগর, একাত্তর টিভির হবিগঞ্জ প্রতিনিধি শাকিল চৌধুরী, মাই টিভির হবিগঞ্জ প্রতিনিধি মোশাহিদ আলম, এটিএন বাংলার হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিম, ডিবিসি নিউজের হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, এসএ টিভির হবিগঞ্জ প্রতিনিধি আব্দুর রউফ সেলিম, লোকালয় বার্তা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এমদাদুল ইসলাম সোহেল, দৈনিক খোয়াই পত্রিকার বার্তা সম্পাদক মঈন উদ্দিন আহমেদ, যায়যায়দিন পত্রিকার হবিগঞ্জ প্রতিনিধি নুরুল হক কবির, আলোকিত বাংলাদেশ পত্রিকার হবিগঞ্জ প্রতিনিধি মামুন চৌধুরী, দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার হবিগঞ্জ প্রতিনিধি জাকারিয়া চৌধুরী, চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, সাধারণ সম্পাদক খন্দকার আলাউদ্দিন, দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার স্টাফ রিপোর্টার নিরঞ্জন গোস্বামী শুভ, প্রিয় ডটকমের হবিগঞ্জ প্রতিনিধি এম সজলু, দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকার স্টাফ রিপোর্টার কাজী মিজানুর রহমান, জননী পত্রিকার স্টাফ রিপোর্টার এম শাহ আলম, দৈনিক বিজয়ের প্রতিধ্বনি পত্রিকার স্টাফ রিপোর্টার সাইফুর রহমান তারেক প্রমুখ। মত-বিনিময় সভায় হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক পরিচিতি পর্ব শেষে সাংবাদিকদের কাছ থেকে হবিগঞ্জের সকল সমস্যার কথা শুনেন। পরে তিনি উল্লেখযোগ্য সমস্যা শহর রক্ষা বাধ মেরামত ও সংস্কার, পুরাতন খোয়াই নদী অবৈধ দখলদারদের হাত থেকে রক্ষা, রেলওয়ের জায়গা পুণরুদ্ধার, জলাবদ্ধতা, শহরের জানজট, ট্রেনের টিকিট, হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ সড়কের দু পাশে খালে অবৈধ দখলদারদের উচ্ছেদ, মাদকসহ সকল সমস্যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলে আশ্বাস দেন। এছাড়াও যে কোন ধরণের পরিস্থিতি মোকাবেলায় সবসময় সাংবাদিকদের অংশ গ্রহন প্রত্যাশা করেন।


     এই বিভাগের আরো খবর