,

হাসপাতাল থেকে বের হতে ও ভয় ॥ নবীগঞ্জের দিনারপুরে নিরাপত্তাহীনতায় ধর্ষিতার পরিবার

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার দিনারপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের ঘটনার পর ৪ দিন অতিবাহিত হলেও এখনো মামলা হয়নি। বিভিন্ন অপকর্মের হোতা
মুজিবুর ও তার নিকট আত্মীয় জাফরের হুমকীর মুখে ভয়ে হাসপাতাল থেকে বের হয়ে থানায় গিয়ে মামলার করতে পারছে না ধর্ষিতার পরিবার। গতকাল রাতে এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে এ অভিযোগ গুলো করেন ধর্ষণের শিকার মেয়ের পিতা আব্দুল ওয়াহিদ। তিনি আরোও বলেন আমরা আজ ৪ দিন ধরে হাসপাতালে আছি মুজিবুর তার নিকট আত্মীয় জাফরসহ একেরপর এক হুমকী দিয়েই যাচ্ছে, তাদের পক্ষ থেকে বলা হচ্ছে আমরা যদি হাসপাতাল থেকে বের হই আমাদের উপর হামলা করা হবে। তাদের একের পর এক হুমকীর মুখে আমরা আতংকে রয়েছি, তাই ভয়ে মামলার করার সাহস পাচ্ছেন না তারা, তাদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা প্রশাসনের সহযোগীতা কামনা করছেন। উল্লেখ, গত মঙ্গলবার উপজেলার গজনাইপুর ইউনিয়নরে কান্দিগাঁও গ্রামের আব্দুল ওয়াহিদের কন্যা স্থানীয় দিনারপুর উত্তর লামরোহ এবতেদায়ী মাদ্রাসার পঞ্চম শ্রেণীতে অধ্যয়নরত (১৬)  স্থানীয় একটি মাঠে দুপুরে গরু চড়াতে গেলে একই ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের মুজিবুর রহমান তাকে একা পেয়ে ঝাপটে ধরে তাকে ধর্ষন করে। এ সময় তার শোর চিৎকার শুনে ধর্ষিতাকে বাচাঁতে তার ফুফু তকমিনা আক্তার এগিয়ে আসলে তিনিও ধর্ষকের হাতে আহত হয়েছেন বলে অভিযোগ উঠে। ধর্ষিতা ও তার ফুফুকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসা হলে চিকিৎসক ধর্ষিতাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় এলাকা ও উপজেলা জুড়ে প্রচার হলে বিষয়টি ভিন্নভাবে প্রভাহিত করতে ও ধামাচাপা দিতে বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ শুরু করে  ধর্ষক মুজিবুর রহমান।


     এই বিভাগের আরো খবর