,

বানিয়াচংয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

জুয়েল চৌধুরী ॥ বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কান্দিপাড়া গ্রামে চয়না দাশ (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে লাশ নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। গতকাল সোমবার দুপুরে বানিয়াচং থানা পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। সূত্র জানায়, কাঠালিয়া গ্রামের ওমান প্রবাসী রঞ্জিত দাশের কন্যা চয়নাকে ৫ বছর আগে বিয়ে দেয়া হয় কান্দিপাড়া গ্রামের রঞ্জিত দাশের পুত্র রঞ্জন দাশের সাথে। এক পর্যায়ে তাদের কোলজুড়ে ২টি সন্তান জন্মগ্রহণ করে। প্রায়ই বিভিন্ন কারণে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হতো। গত রবিবার বিকাল ৩টার দিকে রঞ্জন দাশ তার দুই সন্তান নিয়ে স্থানীয় ইউনিয়ন অফিসে জন্মনিবন্ধন করতে যায়। বাড়ি ফিরে তিনি দেখতে পান তার স্ত্রী ঘরের তীরের সাথে ঝুলে আছে। পরে পুলিশে খবর দেয়া হলে সন্ধ্যায় বানিয়াচং থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে থানায় নিয়ে যায়। কিন্তু চয়নার পরিবারের কেউ লাশ দেখতে আসেনি। লাশ থানায় নিয়ে যাবার পর অভিযোগ থাকায় পুনরায় সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। চয়নার পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। এদিকে গতকাল সোমবার বিকেলে লাশের ময়নাতদন্ত শেষে চয়নার শ্বশুরের জিম্মায় লাশ হস্তান্তর করা হয়। এ ব্যাপারে বানিয়াচং থানার ওসি মোজাম্মেল হক জানান, ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


     এই বিভাগের আরো খবর