,

বিভিন্ন দপ্তরে মৎস্যজীবিদের তালিকা বাতিলের আবেদন

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে অমৎস্যজীবীদের ছল-চাতুরী করে ভুয়া মৎস্যজীবি বানিয়ে মৎস্যজীবি কার্ড প্রদানে আপত্তি ও বাতিলের আবেদন করেছে নবীগঞ্জ পৌর এলাকার রাজনগর গ্রামের ও বাংলাদেশ আওয়ামী মৎসজীবিলীগ নবীগঞ্জ পৌর শাখার সভাপতি মৃত তাজ উলাহর পুত্র মোঃ রফিক মিয়া। তিনি গতকাল বুধবার নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগে দায়ের করছেন। অভিযোগের অনুলিপি পত্র মাননীয় মন্ত্রী মৎস্য ও প্রাণী সম্পাদ মন্ত্রানালয় ঢাকা, মহা পরিচালক, মৎস্য অধিদপ্তর ঢাকা,জেলা প্রশাসক হবিগঞ্জ এবং সভাপতি ও সাধারণ সম্পাদক বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবি জেলে সমিতি ঢাকায় প্রেরণ করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, নবীগঞ্জ উপজেলার ৭নং করগাঁও ইউনিয়নের কমলাপুর গ্রামের অমৎস্যজীবিদের মৎস্যজীবি বানিয়ে ভূয়া কার্ড তৈরি করার সুপারিশ করা হয়েছে। যাহা প্রকৃত মৎস্যজীবিদের জীবন-জীবিকার ক্ষতির কারণ হবে। তাই উক্ত অভিযোগের প্রেেিত তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে সমবায় সমিতি লিঃ পুরুষ ও মহিলাদের কার্ড বাতিলের আবেদন করেছেন। অভিযোগ আরো উল্লেখ করা হয়েছে কমলাপুর গ্রামের কৃষ্ণকান্ত কর, নরেন্দ্র দাশ, পিতা-উপন্দ্রে দাশ, বেনু কর-পিতা- রেনু কর, শচীন্দ্র বাদ্যকর, পিতামৃত- বসন্ত বাদ্যকর, লক্ষী কর, স্বামী যতীন্দ্র কর, রিপতি শব্দকর, স্বামী- রন শব্দকর, রেবা কর স্বামী- অখিল চন্দ্র কর, রেভা রানী কর স্বামী- রতীন্দ্র কর, ঝরনা শব্দকর, স্বামী- ইন্দ্রজিত শব্দকর,স্বপ্না শব্দকর স্বামী- অনিল কর, কিরনি রানী কর স্বামী- বাবুল কর, পবিত্রা কর স্বামী উনাই কর, আরতি রানী শব্দকর স্বামী- রনজিৎ শব্দকর, অখিল শব্দকর পিতা- রশিক শব্দকর, সজিত শব্দকর পিতা- ঠাকুর ধনকর, অরুন কর পিতা- রেনু কর, নিখিল কর পিতা-মৃত রশিক কর, মনোরঞ্জন কর পিতা- নির্দন কর, কুলেন্দ্র কর পিতা-মৃত নবদ্বীপ কর, পুলিন্দ্র কর পিতা-মৃত রবিন্দ্র কর, শ্রীধাম কর পিতা-মৃত অন্নদা কর, প্রবীর কর পিতা- ঠাকুর ধন শধশর, সুরেন্দ্র শব্দকর পিতামৃত অমরচান শব্দকর, জগাই কর পিতা-মৃত গোবিন্দ্র কর। তাদের বিরুদ্ধে যথাযথ ভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে সংশ্লিষ্ট ধারায় মামলা নেয়ার জোর দাবি জানিয়েছেন নবীগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার লোকজন। নতুবা দিনের পর দিন ছল-চাতুরীর মাধ্যমে তাদের মতো আরো অনেকে এভাবে ভুয়া মৎসজীবি সেজে বিভিন্ন ফাঁয়দা হাসিল করবে।


     এই বিভাগের আরো খবর